Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Virat Kohli

IPL 2022: বিরাট লজ্জার হার কোহলীদের, ৬৮ রানে শেষ, ৯ উইকেটে পরাজয় হায়দরাবাদের কাছে

ট্রফির অন্যতম দাবিদার থাকা বেঙ্গালুরু রবিবার হায়দরাবাদের কাছে হেরে গেল ৯ উইকেটে। কোহলীরা একশোও পেরোতে পারলেন না। অলআউট হয়ে গেলেন ৬৮ রানে।

ফিরছেন কোহলী, উল্লাস হায়দরাবাদের।

ফিরছেন কোহলী, উল্লাস হায়দরাবাদের। ছবি আইপিএল

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ২২:০০
Share: Save:

ছন্দে থাকা একটা দল যে এ ভাবে হারতে পারে তা হয়তো বেঙ্গালুরুকে না দেখলে বিশ্বাস করা যেত না। ট্রফির অন্যতম দাবিদার থাকা বেঙ্গালুরু রবিবার হায়দরাবাদের কাছে হেরে গেল ৯ উইকেটে। কোহলীরা একশোও পেরোতে পারলেন না। অলআউট হয়ে গেলেন ৬৮ রানে। এক উইকেট হারিয়েই সেই রান অনায়াসে তুলে নিল হায়দরাবাদ। এ বারের আইপিএলে সবচেয়ে কম রান এখনও পর্যন্ত বেঙ্গালুরুরই।

খেলার আগেই একটা ছবি নেটমাধ্যমে ব্যপক ভাইরাল হয়। সেখানে দেখা যায়, এই ২৩ এপ্রিলেই আইপিএলের ইতিহাসে সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে দুঃখের রেকর্ড রয়েছে আরসিবি-র। নয় বছর আগে, অর্থাৎ ২০১৩ সালে এই দিনেই আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছিল বেঙ্গালুরু। ক্রিস গেলের ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের সৌজন্যে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ২৬৩/৫ তুলেছিল তারা। আইপিএলের ইতিহাসেও এখনও এটি সর্বোচ্চ রান। আবার তার চার বছর পরে, অর্থাৎ ২০১৭ সালে ইডেন গার্ডেন্সে লজ্জার রেকর্ডের সম্মুখীন হয়েছিল তারা। অলআউট হয়ে যায় ৪৯ রানে, যেটিও আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন।

ফলে সবারই আগ্রহ ছিল, শনিবার কোন আরসিবি-কে দেখা যাবে। ঘটনাচক্রে, দ্বিতীয়টিই ফের দেখা গেল। হায়দরাবাদ টানা চারটি ম্যাচ জিতে খেলতে নেমেছিল ঠিকই। কিন্তু কোহলীরাও শেষ দু’টি ম্যাচে জিতেছিলেন। পয়েন্ট তালিকাতেও এগিয়ে ছিলেন হায়দরাবাদের থেকে।

কিন্তু মাঠে শুরু থেকেই দাপট দেখাতে থাকে হায়দরাবাদ। টসে জিতে ফিল্ডিং নেন কেন উইলিয়ামসন। প্রথম থেকেই ফ্যাফ ডুপ্লেসিরা ভেঙে পড়লেন তাসের ঘরের মতো। প্রথম ওভারে উঠল পাঁচ রান। দ্বিতীয় ওভারে বল করতে এলেন মার্কো জানসেন। দ্বিতীয় এবং তৃতীয় বলে যথাক্রমে ডুপ্লেসি ও কোহলী এবং ষষ্ঠ বলে অনুজ রাওয়তকে তুলে নিলেন। বেঙ্গালুরু তখন আট রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছে। পঞ্চম ওভারে ফিরলেন গ্লেন ম্যাক্সওয়েল। একের পর এক ব্যাটার শুধু এর পর সাজঘর থেকে এসেছেন এবং ফিরে গিয়েছেন। ম্যাক্সওয়েল বাদে দু’অঙ্কের রানে পৌঁছেছেন কেবল একজন — সূয়স প্রভুদেশাই, যাঁর আইপিএলে এটি চতুর্থ ম্যাচ। ১৬.১ ওভারে ৬৮ রানেই শেষ বেঙ্গালুরু।

এত সহজে জিততে পারবে সেটা হায়দরাবাদও ভাবেনি। কোহলীরা কোনও মতে একটি উইকেটে পেলেন বটে। কিন্তু লজ্জার হার এড়ানো গেল না। অভিষেক শর্মা ৪৭ রানে আউট হন। ক্রিজে অপরাজিত থাকেন উইলিয়ামসন (১৬) এবং রাহুল ত্রিপাঠি (৭)।

অন্য বিষয়গুলি:

Virat Kohli Faf Du Plessis RCB SRH Kane Williamson IPL 2022
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy