প্রসিদ্ধ ভাল বোলিং করার জন্য কৃতিত্ব দিচ্ছেন ট্রেন্ট বোল্টকে। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন পেসার বলেন, “বোল্ট দারুণ বল করেছে। ও যে চাপ তৈরি করেছিল, সেটার জন্যই আমি দুটো উইকেট পেয়েছি। দুটো অনুশীলন ম্যাচ খেলেছিলাম আমরা। সকলে ভাল ব্যাট করেছে, ভাল বল করেছে।”
প্রসিদ্ধ ভাল বোলিং করার জন্য কৃতিত্ব দিচ্ছেন ট্রেন্ট বোল্টকে। ছবি: আইপিএল
৩-১-২-২। পাওয়ার-প্লে শেষে রাজস্থান রয়্যালস পেসারের এটাই ছিল পরিসংখ্যান। সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিংকে একাই কাঁপিয়ে দিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। কেন উইলিয়ামসনকে ফেরানোর পর রাহুল ত্রিপাঠিকে খাতাই খুলতে দেননি। কী ভাবে সাফল্য পেলেন রাজস্থানের পেসার?
মঙ্গলবার হায়দরাবাদকে ৬১ রানে হারিয়ে দিয়েছে রাজস্থান। ম্যাচ শেষে প্রসিদ্ধ বলেন, “পিচে বাউন্স এবং সিম ছিল। লেংথে বল করা আমাকে সাহায্য করেছে। জস বাটলার আউট হওয়ার পর আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম। ও বলছিল গুড লেংথে থাকা বল মারতে অসুবিধা হচ্ছিল। সেই জায়গায় বল করার চেষ্টা করছিলাম।”
প্রসিদ্ধ ভাল বোলিং করার জন্য কৃতিত্ব দিচ্ছেন ট্রেন্ট বোল্টকে। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন পেসার বলেন, “বোল্ট দারুণ বল করেছে। ও যে চাপ তৈরি করেছিল, সেটার জন্যই আমি দুটো উইকেট পেয়েছি। দুটো অনুশীলন ম্যাচ খেলেছিলাম আমরা। সকলে ভাল ব্যাট করেছে, ভাল বল করেছে।”
প্রসিদ্ধ এবং বোল্টের দাপটে ৯ রানে ৩ উইকেট পড়ে যায় হায়দরাবাদের। ১৪৯ রানে শেষ হয়ে যায় তারা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২১০ রান তুলেছিল রাজস্থান। ৫৫ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন সঞ্জু স্যামসন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy