২০১২ সাল থেকে চেন্নাইয়ে রয়েছেন জাডেজা। মাঝে এক বার ধোনির অনুপস্থিতিতে সুরেশ রায়না চেন্নাইয়ে নেতৃত্ব দিয়েছিলেন। জাডেজা হলেন তৃতীয় ক্রিকেটার যিনি চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন।
—ফাইল চিত্র
আইপিএলের আগেই হঠাৎ চেন্নাই সুপার কিংস দলে বড় সড় বদল। প্রথম ম্যাচে নামার দু’দিন আগে অধিনায়কত্ব ছেড়ে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। দায়িত্ব তুলে দিলেন রবীন্দ্র জাডেজাকে। এক বিবৃতির মাধ্যমে বৃহস্পতিবার এ কথা জানিয়েছে চেন্নাই।
২০০৮-এ শুরু হয় আইপিএল। প্রথম বছর থেকেই চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। মাঝে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার কারণে দু’বছর আইপিএলে খেলতে পারেনি চেন্নাই। তখন পুণে সুপার জায়ান্টে খেলেছিলেন ধোনি। চেন্নাই আইপিএলে ফেরার পরে ফের তাঁকে অধিনায়ক করা হয়। প্রত্যাবর্তনের পরে দু’বার আইপিএল জিতেছে চেন্নাই। গত বারও তারা ফাইনালে হারায় কলকাতা নাইট রাইডার্সকে।
২০১২ সাল থেকে চেন্নাইয়ে রয়েছেন জাডেজা। মাঝে এক বার ধোনির অনুপস্থিতিতে সুরেশ রায়না চেন্নাইয়ে নেতৃত্ব দিয়েছিলেন। জাডেজা হলেন তৃতীয় ক্রিকেটার যিনি চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন।
📑 Official Statement 📑#WhistlePodu #Yellove 💛🦁 @msdhoni @imjadeja
— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2022
প্রসঙ্গত, ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে আচমকাই টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি। শুধু তাই নয়, টেস্ট ফরম্যাট থেকেই অবসর নিয়ে ফেলেছিলেন। ২০১৭ সালে এক দিনের ক্রিকেটের নেতৃত্ব থেকেও সরে যান। ২০২০-র ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে সন্ধে ৭.১৯ মিনিটে নেটমাধ্যমে একটি ভিডিয়ো পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন তিনি। প্রশ্ন উঠেছিল, আইপিএল খেলা নিয়েও। ধোনি জানিয়ে দিয়েছিলেন, আইপিএলে খেলে যাবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy