মনদীপ সিংহ। ফাইল ছবি
আইপিএলে অনেক নজিরই তৈরি হয়। কিন্তু বৃহস্পতিবার মনদীপ সিংহ যে নজির তৈরি করলেন তা নিয়ে অবশ্য বুক ফুলিয়ে বলতে পারবেন না। লজ্জার নজির তৈরি করেছেন মনদীপ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি শূন্য করার নজির গড়লেন তিনি। সেই তালিকায় তিনি পাশে পেলেন রোহিত শর্মাকে।
মনদীপ এবং রোহিত, দু’জনেই আইপিএলে ১৪ বার শূন্য রানে আউট হয়েছেন। বৃহস্পতিবার ভুবনেশ্বর কুমারের বলে পাঁচ বলে শূন্য রান করে আউট হন দিল্লি ক্যাপিটালসের মনদীপ। গুড লেংথে বল করেছিলেন ভুবনেশ্বর। অফস্টাম্পের সামান্য বাইরে ছিল ডেলিভারিটি। ব্যাট দিয়ে সেটি আটকাতে গিয়েছিলেন মনদীপ। কিন্তু বল তাঁর ব্যাটের কানায় লেগে উইকেটকিপার নিকোলাস পুরানের হাত জমা পড়ে।
আইপিএলে ১৩ বার করে শূন্য রয়েছে অজিঙ্ক রহাণে, অম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক, পীযূষ চাওলা এবং হরভজন সিংহ এবং পার্থিব পটেলের। তাঁদের টপকে গেলেন মনদীপ। গত ২১ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শূন্য করে এই লজ্জার রেকর্ড তৈরি করেছিলেন রোহিত। এ বার তিনি পাশে পেলেন মনদীপকেও।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy