মারমুখী শাহবাজ। ছবি: আইপিএল
শাহবাজ আহমেদকে রাজস্থান রয়্যালস-রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নিল আনন্দবাজার অনলাইন। দুরন্ত ব্যাটিং করলেন বাংলার এই অলরাউন্ডার। প্রবল চাপের মধ্যেও তাঁর ঠান্ডা মাথার ইনিংস বেঙ্গালুরুকে পৌঁছে দিল জয়ের দরজায়।
১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি। উইকেটে তখন বাংলার শাহবাজ। তাঁর সঙ্গে যোগ দিলেন প্রাক্তন নাইট দীনেশ কার্তিক। রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে প্রথম পাল্টা আক্রমণ শুরু করেন কার্তিক। তাঁকে যোগ্য সঙ্গত করলেন শাহবাজ। ট্রেন্ট বোল্টের বলে ঝুঁকি নিয়ে আউট হওয়ার আগে শাহবাজের ব্যাট থেকে এল ২৬ বলে ৪৫ রানের দুরন্ত ইনিংস। ৪টি চার এবং ৩টি ছয় দিয়ে সাজানো তাঁর এ দিনের ইনিংসটি।
বেঙ্গালুরুর ইনিংসের ১৮তম ওভারে সেরা অস্ত্র ট্রেন্ট বোল্টকে আক্রমণে আনেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। পরিস্থিতি অনুযায়ী তখনও যে কেউ জিততে পারে ম্যাচ। ওভারের পঞ্চম বলে শাহবাজ আউট হওয়ার আগের তিন বলে ১২ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেন। ফলে বোল্ট তাঁর উইকেট তুললেও ততক্ষণে সঞ্জুর পরিকল্পনা কার্যত ভেস্তে দিয়েছেন বাংলার তরুণ অলরাউন্ডার।
চাপের মুখেও ঠান্ডা মাথায় দুরন্ত ইনিংস খেলে দলকে জয় এনে দিয়ে আনন্দবাজার অনলাইনের মতে ম্যাচের সেরা ক্রিকেটার বাংলার শাহবাজ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy