ছবি: আইপিএল
লখনউয়ের বিরুদ্ধে দুই রানে হেরে গেল কলকাতা। এর ফলে প্লে-অফে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল তাদের। শেষ ওভারে চেষ্টা করেছিলেন রিঙ্কু। প্রায় জিতিয়েই দিয়েছিলেন কলকাতাকে। কিন্তু শেষ রক্ষা হল না।
তৃতীয় উইকেটের পতন। রানের গতি না কমলেও উইকেট হারাচ্ছে কলকাতা। নীতীশ রানা আউট কৃষ্ণাপ্পা গৌতমের বলে।
দ্বিতীয় উইকেটের পতন। কলকাতার দুই ওপেনারই ফিরে গেলেন। ৯ রানের মাথায় দুই উইকেট হারাল কলকাতা।
২১০ রান তাড়া করতে নেমে শুরুতেই বিপত্তি। বেঙ্কটেশ ফিরে গেলেন কোনও রান না করেই। ২ ওভারে কলকাতা তুলল মাত্র ৮ রান।
এখনও কোনও উইকেট ফেলতে পারল না কলকাতা। লখনউয়ের দুই ওপেনার ৭ ওভারে ৪৮ রান তুলে ফেললেন।
তৃতীয় ওভারে কুইন্টন ডি'ককের ক্যাচ ফেলে দিলেন অভিজিৎ। উমেশের বলে ক্যাচ ফেললেন তিনি।
দলে এলেন অভিজিৎ তোমার। চোটের কারণে ছিটকে গিয়েছিলেন অজিঙ্ক রহাণে। তাঁর জায়গাতেই এলেন অভিজিৎ।
One change 👉 Abhijeet Tomar comes in for Ajinkya Rahane! @winzoofficial #AmiKKR #KKRvLSG #IPL2022 pic.twitter.com/BLR2cfHyw9
— KolkataKnightRiders (@KKRiders) May 18, 2022
লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুল টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। আগে বল করবে কলকাতা।
#LSG have won the toss and they will bat first against #KKR.
— IndianPremierLeague (@IPL) May 18, 2022
Live - https://t.co/NbhFO1ozC7 #KKRvLSG #TATAIPL pic.twitter.com/SMb8cDc0s9
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy