ছবি: আইপিএল
দীনেশ কার্তিকের শেষ ওভারে একটি ছয় এবং চারে হেরে গেল কলকাতা।
খেলছেন ডেভিড উইলি ও শেরফানে রাদারফোর্ড। জিততে আর ৭৬ রান দরকার আরসিবি-র।
উমেশের বলে ফিরে গেলেন বিরাট। বল হাতে বিধ্বংসী ছন্দে কলকাতা।
আউট ডুপ্লেসি। বড় উইকেট তুলে নিলেন সাউদি। আরসিবির অধিনায়ক আউট মাত্র ৫ রানে।
উমেশ ফিরিয়ে দিলেন অনুজ রওয়াতকে। তৃতীয় বলেই সাফল্য পেল কেকেআর।
উমেশ যাদবকে ফেরালেন আকাশ দীপ। ১২৮ রানে শেষ কলকাতার ইনিংস।
হর্ষল পটেলের বলে আউট হয়ে গেলেন আন্দ্রে রাসেল। ২৫ রান করেন তিনি। কলকাতার রান ৮ উইকেটে ৯৯।
হর্ষল পটেলের বলে ১৪ রানে আউট স্যাম বিলিংস। ৮৩ রানে ৭ উইকেট পড়ে গেল কলকাতার।
পর পর দু’বলে উইকেট নিলেন হাসারঙ্গা। আউট শেল্ডন জ্যাকসন। ৬ উইকেট পড়ল কলকাতার।
হাসরঙ্গের বলে আকাশ দীপের হাতে ক্যাচ দিলেন নারাইন। ১২ রানে ফিরলেন তিনি।
আউট হয়ে গেলেন অধিনায়ক শ্রেয়স আয়ারও। চাপে কলকাতা। দলের রান ৪ উইকেটে ৪৬।
নীতীশ রানাকে আউট করলেন আকাশ দীপ। ১০ রান করে আউট রানা। কলকাতার রান ৩ উইকেটে ৪৪।
মহম্মদ সিরাজের বলে ৯ রান করে আউট অজিঙ্ক রহাণে। কলকাতার রান ২ উইকেটে ৩২।
আকাশ দীপের বলে ১০ রানের মাথায় আউট বেঙ্কটেশ। কলকাতার রান ১৪/ ১।
ডেভিড উইলি এবং মহম্মদ সিরাজের প্রথম দু'ওভারে উঠল ১০ রান। কলকাতার হয়ে ওপেন করছেন বেঙ্কটেশ আয়ার এবং অজিঙ্ক রহাণে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy