শনিবার জেতার পর আরসিবি-র সংগ্রহ ৮ পয়েন্ট। তিন নম্বরে ফ্যাফ ডুপ্লেসির দল। চার থেকে সাত নম্বরে থাকা দলগুলির মধ্যে প্রত্যেকের পয়েন্ট সংখ্যা ৬। চার নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। পাঁচ নম্বরে রয়েছে পঞ্জাব কিংস। ছয় নম্বরে কলকাতা। সাত নম্বরে সানরাইজার্স হায়দরাবাদ। এই চার দলের মধ্যে কলকাতা বাদে বাকি সব দল খেলেছে পাঁচটি করে ম্যাচ।
ছবি: আইপিএল
দিল্লি ক্যাপিটালসকে ১৬ রানে হারিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই সঙ্গে কলকাতা নাইট রাইডার্স নেমে গেল ছ’নম্বরে। দেখে নেওয়া যাক বাকি দলগুলি কোথায় দাঁড়িয়ে।
পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। এ বারের আইপিএলে প্রথম খেলতে নেমেই চমক দিচ্ছে দলটি। হার্দিক পাণ্ড্যর অলরাউন্ডার হিসেবে নিজেকে মেলে ধরা গুজরাতের জন্য ইতিবাচক দিক হয়ে দাঁড়িয়েছে। লখনউ সুপার জায়ান্টস রয়েছে দ্বিতীয় স্থানে। ছয় ম্যাচ খেলে তাদেরও সংগ্রহ ৮ পয়েন্ট। নেট রানরেটের বিচারে দ্বিতীয় স্থানে তারা।
শনিবার জেতার পর আরসিবি-র সংগ্রহ ৮ পয়েন্ট। তিন নম্বরে ফ্যাফ ডুপ্লেসির দল। চার থেকে সাত নম্বরে থাকা দলগুলির মধ্যে প্রত্যেকের পয়েন্ট সংখ্যা ৬। চার নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। পাঁচ নম্বরে রয়েছে পঞ্জাব কিংস। ছয় নম্বরে কলকাতা। সাত নম্বরে সানরাইজার্স হায়দরাবাদ। এই চার দলের মধ্যে কলকাতা বাদে বাকি সব দল খেলেছে পাঁচটি করে ম্যাচ।
পাঁচ ম্যাচ খেলে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস পেয়েছে ৪ পয়েন্ট। আট নম্বরে রয়েছে তাঁর দল। শেষ দু’টি দল চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ ম্যাচে দু’পয়েন্ট নিয়ে ন’নম্বরে মহেন্দ্র সিংহ ধোনিরা। সব ম্যাচ হেরে একটিও পয়েন্ট না পাওয়া মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে সবার শেষে।
রবিবার প্রথম ম্যাচে মুখোমুখি হবে পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ। দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে গুজরাত এবং চেন্নাই। রবিবার হায়দরাবাদ জিতলে লিগ টেবিলে আরও এক ধাপ নেমে যেতে হবে শ্রেয়সদের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy