এবিডি কি ফিরছেন আরসিবি-তে ফাইল ছবি
এবি ডিভিলিয়ার্স কি আবার বেঙ্গালুরুতে ফিরতে চলেছেন? এমনই সম্ভাবনার কথা উস্কে দিলেন বিরাট কোহলী। তবে ক্রিকেটার হিসেবেই ফিরবেন কিনা সেটা নিশ্চিত ভাবে জানাননি। কোনও একটি ভূমিকায় সামনের বছর ডিভিলিয়ার্সের প্রত্যাবর্তনের কথা জানিয়েছেন কোহলী।
২০১১-তে আরসিবি-তে যোগ দেন ডিভিলিয়ার্স। এর পর টানা ১১টি মরসুম দলের হয়ে খেলেন। ২০১১ এবং ২০১৬ সালে দলকে ফাইনালে উঠতে সাহায্য করেছিলেন। তবে কোনও বারই ট্রফি পায়নি আরসিবি। যদিও ডিভিলিয়ার্সের বিভিন্ন ধরনের শট নেওয়ার দক্ষতা, একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এবং অবিস্মরণীয় কিছু ইনিংস আইপিএলের ইতিহাসে পাকাপাকি ভাবে স্থান করে নিয়েছে।
Interview of the year! Catch Virat Kohli in a relaxed, honest and fun avatar, even as Mr. Nags tries to annoy him just like he’s done over the years. 😎🤙
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 11, 2022
Tell us what the best moment from this interview was for you, in the comments section. 👨💻#PlayBold #IPL2022 #RCB #ನಮ್ಮRCB pic.twitter.com/vV6MyRDyRt
আরসিবি-র পোস্ট করা একটি ভিডিয়োয় সঞ্চালককে কোহলী বলেছেন, ‘আমি ওকে (ডিভিলিয়ার্স) খুব মিস করি। নিয়মিত ওর সঙ্গে কথা হয়, প্রায় রোজই। ও আমাকে মেসেজ করে। সম্প্রতি আমেরিকায় গলফ দেখতে গিয়েছিল। প্রতিযোগিতাটার নাম সম্ভবত অগাস্টা মাস্টার্স। ও বলেছিল পরিবার এবং বন্ধুদের সঙ্গে গলফ দেখতে এবং সময়টা খুব ভাল ভাবে উপভোগ করছে। এ ভাবেই আমরা একে অপরের সঙ্গে কথা বলি।’
কোহলী যোগ করেন, ‘এ বার আরসিবি-র খেলা ও খুব মন দিয়ে দেখছে। আশা করি পরের বার কোনও না কোনও ভাবে দলকে সাহায্য করতে এগিয়ে আসবে ও।’ এর পরেই কোহলী হাসতে হাসতে বলে দেন, ‘আমি কি কোনও রহস্য ফাঁস করে ফেললাম?’ প্রসঙ্গত, ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এ বার প্লে-অফের দৌড়ে রয়েছে বেঙ্গালুরু।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy