Advertisement
১৮ অক্টোবর ২০২৪
Rahul Tewatia

Rahul Tewatia: নিজস্ব পদ্ধতি মেনে রান তাড়া করেন, তাতেই সাফল্য, দাবি তেওয়াটিয়ার

আইপিএলে যে তরুণ ক্রিকেটাররা আলোচনার কেন্দ্রে এসেছেন, তাঁদের অন্যতম তেওয়াটিয়া। তিনি বলেছেন, ওভার প্রতি কত রান দরকার সেটাই শুধু মাথায় থাকে।

রাহুল তেওয়াটিয়া।

রাহুল তেওয়াটিয়া। ছবি: আইপিএল

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ মে ২০২২ ১৬:৩৩
Share: Save:

আইপিএলে গুজরাত টাইটান্সের সাফল্যের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে রাহুল তেওয়াটিয়ার। অন্তত তিনটি ম্যাচে তাঁর দুরন্ত ব্যাটিং জয় এনে দিয়েছে হার্দিক পাণ্ড্যদের। মাঠে নেমে কী থাকে তাঁর মাথায়? নিজেই জানালেন গুজরাতের তরুণ ব্যাটার।

এ বারের আইপিএলে যে তরুণ ক্রিকেটাররা আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন, তাঁদের অন্যতম তেওয়াটিয়া। তিনি বলেছেন, ওভার প্রতি কত রান তুলতে হবে সেটাই শুধু তাঁর মাথায় থাকে। একটা করে ওভার নিয়ে ভাবেন। লোকের কথায় কান দেওয়া বেশি পছন্দ নয় তাঁর।

তেওয়াটিয়া ক্রমশ গুজরাতের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কঠিন পরিস্থিতিতেও তাঁর উপর ভরসা রাখছেন হার্দিকরা। তেওয়াটিয়া বলেছেন, ‘‘রান তাড়া করার সময় নিজস্ব পদ্ধতি অনুসরণ করি। প্রতি ওভারের শেষে হিসেব করি কত রান আর করতে হবে। সেই মতোই ব্যাট করার চেষ্টা করি আমি।’’

শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও দলের জয়ে অবদান রেখেছেন তিনি। আইপিএলে নিজের ছন্দে খুশি তেওয়াটিয়া।

অন্য বিষয়গুলি:

Rahul Tewatia IPL 2022 Gujarat Titans
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE