কেন ধোনিকে অধিনায়ক চেয়েছিলেন কিউয়ি ক্রিকেটার ফাইল ছবি
আইপিএলের আগেই নেতৃত্ব ছেড়ে দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। দায়িত্ব তুলে দিয়েছেন রবীন্দ্র জাডেজার হাতে। আইপিএলে চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার পর ধোনির অধীনে খেলার ইচ্ছে ছিল ডেভন কনওয়ের। কিন্তু কিউয়ি ক্রিকেটারের সেই স্বপ্ন পূরণ হল না। তার আগে ধোনিকে দায়িত্বে থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন কনওয়ে।
চেন্নাইয়ের প্রকাশ করা এক ভিডিয়োয় কনওয়ে বলেছেন, ‘অধিনায়ক এমএসের অধীনে খেলার জন্য মুখিয়ে ছিলাম। ওর সঙ্গে অল্প কথাবার্তাও হয়েছিল। আমি ওকে বলেছিলাম, তুমি কি আর এক বছর অধিনায়ক থেকে যেতে পারো না? তা হলে আমি অন্তত তোমার অধীনে এক বার খেলতে পারতাম।’
Rob-in the Zone!😍#Yellove #WhistlePodu 🦁💛 @robbieuthappa pic.twitter.com/y8ugC8n2Nh
— Chennai Super Kings (@ChennaiIPL) March 31, 2022
ধোনি কী উত্তর দিয়েছিলেন? কনওয়ে বলেছেন, ‘ধোনি বলল, না। আমি আর থাকব না। কিন্তু সব সময়ই দলের আশেপাশে থাকব।’
ধোনি এবং জাডেজা দু’জনেই যে ঠান্ডা মাথার মানুষ সেটা কনওয়ে নিজেও স্বীকার করেছেন। বলেছেন, “দু’দিন আগে মধ্যাহ্নভোজে এসে এমএস এবং জাড্ডুর সঙ্গে বসেছিলাম। ওদের আরও ভাল করে বুঝতে পেরেছি। ওরা সাধারণ মানুষের মতোই। মাটির খুব কাছাকাছি। এমন নয় যে ওরা নিজেদের কোনও বলয়ের মধ্যে রাখে। যে কেউ ওদের কাছাকাছি গিয়ে কথা বলতে পারে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy