চেন্নাইয়ের ব্যাটার ডেভন কনওয়েকে চেন্নাই-দিল্লি ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নিলেন আইপিএলের আম্পায়ার, ম্যাচ রেফারিরা। ম এই রান চেন্নাইকে দু’শোর গন্ডি পেরোতে সাহায্য করে এবং ম্যাচে দু’দলের পার্থক্য গড়ে দেয়।
এ বারের আইপিএলে তৃতীয় ম্যাচ খেললেন কনওয়ে। কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলার পর বিয়ের কারণে বিরতি নিয়েছিলেন। দলে ফিরে দু’টি ম্যাচেই অর্ধশতরান করলেন। নিউজিল্যান্ডের হয়ে তিনটি ফরম্যাটেই ভাল ক্রিকেট খেলার জন্য তাঁর নামডাক রয়েছে। চেন্নাইয়ের হয়েও সেই একই ছন্দ দেখা যাচ্ছে এই ওপেনারের।
Yellow all the way 💛💛
— IndianPremierLeague (@IPL) May 8, 2022
A comprehensive 91-run win for Chennai Super Kings over Delhi Capitals - WHAT A WIN! #TATAIPL #CSKvDC #IPL2022 pic.twitter.com/O7yTOV0FnQ
দিল্লির কোনও বোলারই বিপদে ফেলতে পারেননি কনওয়েকে। শার্দূল ঠাকুর, খলিল আহমেদ, অনরিখ নোখিয়া সবাইকেই মাঠের বাইরে পাঠান তিনি। তবে সাহসী শট খেলতে গিয়ে খলিলের বলেই ফিরে যান।