ম্যাচের প্রথম ওভারেই বিতর্ক। মুম্বই ইন্ডিয়ান্সের বোলার ড্যানিয়েল স্যামসের বল চেন্নাইয়ের বাঁ হাতি ওপেনার ডেভন কনওয়ের প্যাডে লাগার পরেই এলবিডব্লিউ দেন আম্পায়ার। আউট নিয়ে সন্দেহ ছিল কনওয়ের। কিন্তু ডিআরএস নিতে পারলেন না তিনি। কারণ বিদ্যুৎ বিপর্যয়। ওযাংখেড়ে স্টেডিয়ামে বিদ্যুৎ বিপর্যয়ের ফলে সেই সময় বন্ধ ছিল ডিআরএস পরিষেবা। ফলে আবেদনও করতে পারেননি তিনি।
স্যামসের বল কনওয়ের প্যাডের যে অংশে লাগে সেখান থেকে খালি চোখে মনে হচ্ছিল বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যেত। কিন্তু ডিআরএস না পাওয়ায় হতাশ হয়ে বেরিয়ে যেতে দেখা যায় নিউজিল্যান্ডের ব্যাটারকে। তার পরে সিএসকে-র সাজঘরে দেখা যায় ধোনিরা বার বার সেই বলের রিপ্লে দেখছেন। তাঁদের মুখ দেখে মনে হচ্ছিল আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে পারেননি।
আরও পড়ুন:
শুধু কনওয়ে নন, তার পরে রবিন উথাপ্পাকেও এলবিডব্লিউ দেন আম্পায়ার। তখনও রিভিউ পরিষেবা শুরু হয়নি। তাই তিনিও ডিআরএসের আবেদন করতে পারেননি। যদিও উথাপ্পার ক্ষেত্রে খালি চোখে মনে হচ্ছিল তিনি আউট ছিলেন। কিন্তু কনওয়ে যদি রিভিউ নিয়ে আউট না হতেন তা হলে উথাপ্পাদের তখন নামতেই হত না। তাই হতাশ দেখায় চেন্নাই শিবিরকে।
শুধু ম্যাচের সময় নয়, ম্যাচের আগে টসেও বেশ কিছুটা সময় নষ্ট হয়। কারণ ওয়াংখেড়ের বাতিস্তম্ভের আলো ঠিক সময়ে জ্বলেনি। তাই সময়ের থেকে দেরিতে টস করতে নামেন রোহিত শর্মা ও মহেন্দ্র সিংহ ধোনি।