—ফাইল চিত্র
আইপিএলের ফাইনাল হওয়ার কথা ২৯ মে। এখনও পর্যন্ত আইপিএলে সন্ধেবেলার ম্যাচগুলি শুরু হত সাড়ে সাতটা থেকে। কিন্তু ফাইনাল পিছিয়ে গেল আধ ঘণ্টা। রাত আটটা থেকে শুরু হবে আইপিএলের ফাইনাল।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ফাইনালের দিন একটি অনুষ্ঠান হবে, সেই কারণেই ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। করোনার পর থেকে আইপিএলের শুরু বা শেষে কোনও অনুষ্ঠান হচ্ছিল না। এ বারই প্রথম অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ বড় করেই সেই অনুষ্ঠান হওয়ার কথা।
অনুষ্ঠানে থাকতে পারেন রণবীর সিংহ, এআর রহমান। ভারতীয় ক্রিকেটের সাত দশকের যে যাত্রা, তা তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের জন্যই কিছু দিন আগে দরপত্র ছেড়েছিল বোর্ড।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy