Advertisement
০৭ নভেম্বর ২০২৪
IPL 2022

IPL 2022: পাল্টে যাচ্ছে আইপিএল ফাইনাল শুরু হওয়ার সময়

সাড়ে সাতটা থেকে নয়, আইপিএলের ফাইনাল শুরু হবে আরও দেরিতে। কী কারণে পাল্টে গেল খেলা শুরুর সময়?

—ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ মে ২০২২ ১৯:৩৪
Share: Save:

আইপিএলের ফাইনাল হওয়ার কথা ২৯ মে। এখনও পর্যন্ত আইপিএলে সন্ধেবেলার ম্যাচগুলি শুরু হত সাড়ে সাতটা থেকে। কিন্তু ফাইনাল পিছিয়ে গেল আধ ঘণ্টা। রাত আটটা থেকে শুরু হবে আইপিএলের ফাইনাল।

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ফাইনালের দিন একটি অনুষ্ঠান হবে, সেই কারণেই ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। করোনার পর থেকে আইপিএলের শুরু বা শেষে কোনও অনুষ্ঠান হচ্ছিল না। এ বারই প্রথম অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ বড় করেই সেই অনুষ্ঠান হওয়ার কথা।

অনুষ্ঠানে থাকতে পারেন রণবীর সিংহ, এআর রহমান। ভারতীয় ক্রিকেটের সাত দশকের যে যাত্রা, তা তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের জন্যই কিছু দিন আগে দরপত্র ছেড়েছিল বোর্ড।

অন্য বিষয়গুলি:

IPL 2022 final IPL final
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE