Advertisement
০৮ নভেম্বর ২০২৪
Bhuvneshwar Kumar

Bhuvneshwar Kumar: উমরানের বোলিং কেন উপভোগ করছেন তাঁরই সতীর্থ জোরে বোলার

ভুবনেশ্বর বলেছেন, ‘‘ব্যাটারের দুর্বলতা এবং মাঠের আয়তন মাথায় রেখে বল করার চেষ্টা করি। উইকেটের চরিত্র বুঝে নিজেকে প্রয়োগের চেষ্টা করি।’’

উমরান মালিক।

উমরান মালিক। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ১৫:৫৬
Share: Save:

উমরান মালিকের বোলিং দারুণ উপভোগ করছেন। এমন কথা প্রতিপক্ষ দলের কোনও ব্যাটার বলবেন না, সেটাই স্বাভাবিক। এ কথা বলেছেন সানরাইজার্স হায়দরাবাদে উমরানের সতীর্থ ভুবনেশ্বর কুমার।

ভুবনেশ্বর নিজেও জোরে বোলার। ভারতীয় দলের হয়ে কয়েক বছর ধরে খেলছেন। আইপিএলে বেশ ভাল ছন্দে রয়েছেন। কিন্তু নিজের পারফরম্যান্সের থেকেও তিনি উচ্ছ্বসিত উমরানকে দেখে। কাশ্মীরের জোরে বোলারের গতিতে মজেছেন তিনিও। জুনিয়র সতীর্থকে নিয়ে ভুবনেশ্বর মজা করে বলেছেন, ‘‘ওকে জোরে বল করতে এবং উইকেট পেতে দেখতে দারুণ লাগছে। আশা করব ব্যাটাররা চার-ছয় মারার জন্য আমাকে বেছে নেবে না।’’

পঞ্জাব কিংসের বিরুদ্ধে উমরান চার উইকেট নিয়েছেন। ভুবনেশ্বরও পেয়েছেন তিন উইকেট। তাঁদের জুটি হায়দরাবাদের জোরে বোলিং আক্রমণকে করে তুলেছে আইপিএলের অন্যতম সেরা। নিজের বোলিং নিয়ে ভুবনেশ্বর বলেছেন, ‘‘পঞ্জাব ম্যাচে সুইং পাচ্ছিলাম না। তাই সঠিক লেংথে বল করার চেষ্টা করেছি। জানতাম শিখর ধবন আমার বলে ক্রিজের বাইরে এসে চার-ছয় মারার চেষ্টা করবে। সঠিক লেংথে বল করতে পারলে ব্যাটের উপর দিকে লেগে ক্যাচ ওঠার সুযোগ থাকবে। ঠিক সেটাই ঘটল। ফিল্ডিং অনুযায়ী বল করার চেষ্টা করি।’’

ভুবনেশ্বর আরও বলেছেন, ‘‘ব্যাটারের দুর্বলতা এবং মাঠের আয়তন মাথায় রেখে বল করার চেষ্টা করি। উইকেটের চরিত্র বুঝে নিজেকে প্রয়োগের চেষ্টা করি।’’ নিজের ছন্দ নিয়ে খুশি অভিজ্ঞ জোরে বোলার মনে করেন, প্রতিপক্ষ ব্যাটাররা উমরানকে সাবধানে খেলতে গিয়ে তাঁর বলে মারার চেষ্টা করছেন। তাতেই খানিকটা ভরছে সাফল্যের ঝুলি।

অন্য বিষয়গুলি:

Bhuvneshwar Kumar IPL 2022 SRH Umran Malik
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE