দ্বিতীয় স্পেলে ফিরে এসে দু'ওভারে দিলেন ১২ রান। সেই সঙ্গে তুলে নিলেন রিয়ান পরাগকে। রাজস্থান এই তরুণ ব্যাটারকে ফিনিশারের ভূমিকায় পাঠিয়েছিল। কিন্তু তাঁকে ভয়ঙ্কর হতে দিলেন না ফার্গুসন।
ছবি: আইপিএল
আনন্দবাজার অনলাইনের বিচারে রাজস্থান রয়্যালস বনাম গুজরাত লায়ন্স ম্যাচের সেরা বেছে নেওয়া হল লকি ফার্গুসনকে। ৪ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিলেন তিনি।
হার্দিক পাণ্ড্য ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে বৃহস্পতিবারের ম্যাচ নিজের নামে করে নিয়েছিলেন। কিন্তু তাঁর সমস্ত কাজে জল ঢেলে দিতেই পারতেন জস বাটলার। এ দিনের ম্যাচেও ভয়ঙ্কর রূপে দেখা যাচ্ছিল তাঁকে। কিন্তু গুজরাতের জয়ের পিছনে বড় ভূমিকা নেওয়া ফার্গুসন ফিরিয়ে দেন তাঁকে। এক ওভারে তিন নম্বরে নামা রবিচন্দ্রন অশ্বিন এবং বাটলারকে ফিরিয়ে রাজস্থানের জয়ের রাস্তাটাই কঠিন করে দিয়েছিলেন তিনি। খুব বেশি রানও দেননি প্রথম স্পেলে। বাটলারকে বলটিতে বোল্ড করলেন সেটি যে কোনও ব্যাটারের কাছেই দুঃস্বপ্নের মতো।
দ্বিতীয় স্পেলে ফিরে এসে দু'ওভারে দিলেন ১২ রান। সেই সঙ্গে তুলে নিলেন রিয়ান পরাগকে। রাজস্থান এই তরুণ ব্যাটারকে ফিনিশারের ভূমিকায় পাঠিয়েছিল। কিন্তু তাঁকে ভয়ঙ্কর হতে দিলেন না ফার্গুসন।
৩৭ রানে ম্যাচ জিতল গুজরাত। প্রথমে ব্যাট করে ১৯২ রান তোলে তারা। সেই রান তাড়া করতে নেমে রাজস্থান শেষ ১৫৫ রানে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy