Advertisement
E-Paper

আইপিএলে হঠাৎ ভারত-পাকিস্তান লড়াই! রোহিত, ধোনিদের সতর্কবার্তা রাজ্যসভার সাংসদের

শনিবার ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। আইপিএলের সফলতম দু’দলের লড়াই ঘিরে ফুটছেন ক্রিকেটপ্রেমীরা। তার মধ্যে ভারত-পাক লড়াইয়ের আঁচ।

picture of IPL trophy

আইপিএলের লড়াইয়ে হঠাৎ ভারত-পাকিস্তান লড়াইয়ের আঁচ। —ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ১৭:৪১
Share
Save

আইপিএলে হঠাৎ ভারত-পাকিস্তান লড়াইয়ের আঁচ। পাকিস্তানের ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেট বোর্ডের এই প্রতিযোগিতা থেকে দূরে থাকলেও তৈরি হয়েছে উত্তেজনা। যার প্রভাব পড়তে পারে মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যেও।

শনিবারের দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার মুম্বইয়ের মুখোমুখি মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই। গত বছর এই দু’দল পয়েন্ট তালিকায় শেষ দুই স্থানে থাকলেও দু’দলের ঘিরে মুম্বইয়ে তুঙ্গে উত্তেজনা। মুম্বইয়ের ক্রিকেটপ্রেমীরা সকাল থেকেই ফুটছেন উত্তেজনায়। ওয়াংখেড়ে স্টেডিয়ামের সব টিকিট অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। প্রতিযোগিতার সফলতম দুই দলের লড়াই ঘিরে যে আবহ তৈরি হয়েছে, তা দেখে ভারত-পাকিস্তান ম্যাচের কথা মনে পড়ছে হরভজন সিংহের।

ভারতের প্রাক্তন অফ স্পিনার এই দু’দলের হয়েই আইপিএল খেলেছেন। তাই জানেন দু’শিবিরের সাজঘরের আবহ কেমন থাকে। সব দেখে তিনি বলেছেন, ‘‘এমন একটা পরিবেশ, আবহ তৈরি হয়েছে, যা একমাত্র ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গেই তুলনীয়।’’

রাজ্যসভার সাংসদ বলেছেন, ‘‘এটা বড় ম্যাচ। অনেক বড় ক্রিকেটার রয়েছে দু’দলে। এমন ম্যাচে বড় ক্রিকেটারদের পারফর্ম করতে হবে। আশা করছি রোহিত ভাল রান করবে। তিন নম্বরে সূর্যকুমার যাদবকেও ভাল খেলতে হবে। ক্যামেরন গ্রিন এবং টিম ডেভিড খেললে মুম্বইয়ের নীচের দিকের ব্যাটিং অর্ডারও বিপজ্জনক হতে পারে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইকে হারানো ভীষণ কঠিন। যদিও চেন্নাই ব্যাটিংও খুব শক্তিশালী।’’

হরভজনের সমর্থন মুম্বইয়ের দিকে থাকলেও চেন্নাইকেও হালকা ভাবে নিচ্ছেন না তিনি। তাঁর বক্তব্য, ‘‘এই দু’দলই ন’বার ট্রফি জিতেছে। এই ম্যাচে কেউ এগিয়ে থাকে না। যারা মাঠে ভাল পারফর্ম করতে পারবে, তারা জিতবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘মুম্বই এবং চেন্নাই মুখোমুখি হলে একটা অন্য রকম আবহ তৈরি হয়। একমাত্র ভারত-পাকিস্তান ম্যাচের আবহের সঙ্গে তুলনা করা যায়। দু’দলের অনেকগুলো ম্যাচে মাঠে থেকেছি। কেউ যদি বড় ক্রিকেটার হতে চায়, তাকে এমন চাপের ম্যাচেই ভাল পারফরম্যান্স করতে হবে।’’

IPL 2023 Mumbai Indians Chennai Super Kings Harbhajan Singh India Pakistan Cricket

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}