মুখোমুখি: প্রথম কোয়ালিফায়ারের আগে মারমুখী মেজাজে ধোনি। চেন্নাইয়ে পা হার্দিকের। ছবি: পিটিআই, টুইটার।
চলতি আইপিএলে দ্বিতীয় শতরানের সঙ্গে তিনি-ই রবিবার বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের হাত থেকে প্লে-অফে খেলার ছাড়পত্র ছিনিয়ে নিয়ে গেলেন। শুভমন গিলকে নিয়ে ফের নতুন চর্চা শুরু ক্রিকেটমহলে।
রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে শুভমন যে ভাবে ঠান্ডা মাথায় ৫২ বলে অপরাজিত ১০৪ রান করেছেন, তা দেখে মুগ্ধ গুজরাত টাইটানস অধিনায়ক হার্দিক পাণ্ড্য। ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘মাথা ঠান্ডা রেখে যে ভাবে ও খেলল, তা অসাধারণ। আমরা এই ছন্দটাই ধরে রাখতে চাই। গিল কী করতে পারে, তা আমরা খুব ভাল করে জানি। ও নিজেও জানে কখন এ রকম খেলতে হয়। এই শুভমন একেবারে অন্য ধরনের।’’ হার্দিক আরও বলেন, ‘‘এই ম্যাচে বোলারদের ও সুযোগই দেয়নি। দারুণ জায়গায় শটগুলি রাখছিল। এই কারণেই শুভমন আলাদা। ওর ব্যাটিং বাকিদেরও উদ্বুদ্ধ করে।’’
রবিবার শুভমনের শতরানের পরে আরসিবি ডাগআউটে বসে থাকা কোহলি উঠে দাঁড়িেয়ে অভিনন্দন জানান তরুণ তারকাকে। পরে মাঠে নেমে তাঁকে বুকে জড়িয়েও ধরেন। শুভমন, রশিদ খান, বিজয় শঙ্করের সঙ্গে অনেকটা সময় কথাো বলেন তিনি। সই করা নিজের জার্সি তুলে দেন রশিদের হাতে।
শুভমনের ব্যাটিংয়ের ঘোর কাটেনি আর এক প্রাক্তন তারকা হরভজন সিংহের। সম্প্রচারকারী চ্যানেলে প্রাক্তন ভারতীয় অফস্পিনার জানিয়ে দেন, গুজরাত ওপেনারের ক্রিকেটে এক ধরনের অলস কমনীয়তা রয়েছে, যা মনকে আচ্ছন্ন করে দেয়। হরভজন বলেছেন, ‘‘মনে রাখতে হবে, ম্যাচের শুরুতে আমরা দেখেছি বিরাটের আগ্রাসী শতরান। তার জবাবে গিল নিজের মতো ক্রিকেট খেলে শতরান তো করলই, আরসিবির প্লে-অফ স্বপ্ন ভেঙে দিয়ে গেল।’’
প্রাক্তন ভারতীয় তারকা বলেছেন, ‘‘শুভমনের ক্রিকেটে রয়েছে এক অলস কমনীয়তা। মাঠের চারপাশে যে কোনো ধরনের শট খেলতে সিদ্ধহস্ত, কিন্তু তার মধ্যে কোহলির মতো আগ্রাসন নেই। এটা সম্পূর্ণ ভিন্ন ঘরানার ক্রিকেট। অনেক দিন পরে ভারতীয় ক্রিকেট শুভমনের মতো এক নতুন মেজাজের তারকা পেয়েছে।’’
আজ, মঙ্গলবার এমএ চিদম্বরম স্টেডিয়ামে কোয়ালিফায়ারে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অভিযান গতবারের চ্যাম্পিয়ন দলের। তার আগে নিজের দলের বোলিং নিয়ে একশো শতাংশ সন্তুষ্ট হতে পারছেন না অধিনায়ক হার্দিক। তিনি বলেছেন, ‘‘বিপক্ষ ১৯৭ রান করেছিল। আমরা ভাল বল করতে পারিনি। অসাধারণ খেলেছে বিরাট। তবে আমরাও খুব তাড়াহুড়ো করেছি। গত বছর আমাদের সব কিছুই পরিকল্পনা অনুযায়ী চলেছিল। এ বছর পরীক্ষা অনেক বেশি কঠিন।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy