ম্যাকালামের তীব্র সমালোচনা ফাইল ছবি
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্লে-অফে ওঠার আশা খুবই ক্ষীণ। শেষ ম্যাচে জিতলেও তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকে। প্রাক্তন দলের এই দুর্দশা দেখে গর্জে উঠলেন সলমন বাট। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তীব্র সমালোচনা করলেন কোচ ব্রেন্ডন ম্যাকালামের। সাফ জানালেন, ভয়ডরহীন ক্রিকেটের নামে দায়িত্বজ্ঞানহীন ক্রিকেট খেলছে তাঁর দল।
নিজের ইউটিউব চ্যানেলে বাট বলেছেন, “ম্যাকালামের বেশ কিছু সমস্যা রয়েছে। ও একটাই রাস্তা জানে। পিচ, মাঠ, কত রান তোলা যাবে, নির্দিষ্ট বিপক্ষের বিরুদ্ধে কী ভাবে খেলতে হবে এ সব কিছুই জানে না। ও শুধু বলে খোলা মনে খেল, দ্রুত রান কর। মাঝে মাঝে মনে হয় কলকাতা ভয়ডরহীন ক্রিকেটের বদলে দায়িত্বজ্ঞানহীন ক্রিকেট খেলছে।”
কোচ এবং সিইও দল নির্বাচন করেন, এমন মন্তব্য করেছিলেন অধিনায়ক শ্রেয়স আয়ার। সেই সম্পর্কে এক সমর্থকের প্রশ্নের উত্তরে বাট বলেছেন, “দলকে একটু-আধটু ছাড় দেওয়া উচিত। যখন কাউকে অধিনায়ক করা হয়, তখন ভুল করার অনুমতিও দেওয়া উচিত। অধিনায়ক তোমার পিয়ন নয় যে তোমার সব নির্দেশ অনুসরণ করবে।”
পাকিস্তান সুপার লিগে লাহৌর কালান্দার্সের অধিনায়ক হিসেবে ম্যাকালামের ব্যর্থতার কথাও উল্লেখ করেছেন বাট। জানিয়েছেন, কী ভাবে দলকে পর পর দু’টি মরসুমে নেতৃত্ব দিলেও সবার শেষে শেষ করেছিল লাহৌর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy