ক্রিকেটপ্রেমীদের রসিকতায় মজা পেয়েছেন শ্রদ্ধা। ছবি: টুইটার।
আমদাবাদ বৃষ্টিতে ভেসে গিয়েছে রবিবার। আইপিএল ফাইনালের টসও করা যায়নি। বাধ্য হয়ে সোমবার রিজার্ভ ডে-তে চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্সের ম্যাচ আয়োজন করতে হচ্ছে। রবিবার আমদাবাদে প্রবল বৃষ্টির জন্য আবহাওয়াকে দায়ী করছেন না ক্রিকেটপ্রেমীদের একাংশ। তাঁরা কিছুটা দুষছেন প্রতিযোগিতার ডিজিটাল সম্প্রচারকারীদের।
রবিবার খেলা শুরু হওয়ার আগে ডিজিটাল সম্প্রচারকারীদের (জিও সিনেমা) স্টুডিয়োতে এসেছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপূর। বিজ্ঞাপনী বাধ্যবাধকতার জন্যই বলিউড অভিনত্রীকে আনা হয়েছিল আইপিএল সংক্রান্ত অনুষ্ঠানে। ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন, শ্রদ্ধার উপস্থিতির জন্যই রবিবারের ম্যাচ ভেস্তে দিয়েছে বৃষ্টি।
এ জন্য শ্রদ্ধাকে দায়ী করেননি তাঁরা। যদিও সমাজমাধ্যমে শ্রদ্ধার উপস্থিতি নিয়ে চলছে নানা রসিকতা।
তিনটি জনপ্রিয় গান রয়েছে শ্রদ্ধার অভিনয় দৃশ্যে। ‘ছম ছম’, ‘বারিশ’ এবং ‘তুম হি হো’— এই তিনটি গানের দৃশ্যায়নে রয়েছে বৃষ্টি। ক্রিকেটপ্রেমীরা তাই মজা করে বলেছেন, শ্রদ্ধাকে নিয়ে এলে বৃষ্টি তো হবেই। আবহাওয়াকে দোষ দিয়ে কী লাভ? সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের রসিকতা নজর এড়ায়নি বলিউড অভিনেত্রীরও। জবাব দেওয়ার সুযোগ হাত ছাড়া করেননি শ্রদ্ধা। মন্তব্য না করে হাসি এবং কপাল চাপড়ানোর ইমোজি দিয়েছেন তিনি। সঙ্গে শুধু লিখেছেন, ‘ছম ছম’।
#ShraddhaKapoor is the only reason for so much #rain in the match. 🌧🌩☁️🌧#CSKvGT #CSKvsGT #GTvsCSK #GTvCSK#TATAIPLFinal #IPL #IPLonJioCinema #IPL2023Final #IPLFinals pic.twitter.com/AkOE4t8mjJ
— Nikhil (@Risenik) May 28, 2023
Ohh .. Stree 👸 kal mat aana 👻#ShraddhaKapoor baarish girl#ChamCham pic.twitter.com/T4bwkTZxci
— goalachiever (@goalachiever313) May 28, 2023
ক্রিকেটপ্রেমীদের রসিকতায় আসলে মজাই পেয়েছেন শ্রদ্ধা। যদিও ম্যাচ ভেস্তে যাওয়ায় তিনিও হতাশ। অসংখ্য ক্রিকেটপ্রেমীর মতো তাঁরও আশা সোমবার নির্বিঘ্নে হবে আইপিএল ফাইনাল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy