চেন্নাইয়ের জার্সিতে কনওয়ের দাপট। ছবি: আইপিএল
মহেন্দ্র সিংহ ধোনির শেষ দু’বলে দু’টি ছক্কা। তাতেই চেন্নাই সুপার কিংস ২০০ রান তুলে নিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে। ডেভন কনওয়ে মাত্র ৮ রানের জন্য শতরান হাতছাড়া করলেন। ধোনি শেষ ওভারে ব্যাট করতে নেমে চার বলে ১৩ রান করে গেলেন। দু’টি ছক্কা মারেন তিনি। পঞ্জাবের সামনে ২০১ রানের লক্ষ্য রাখল চেন্নাই।
রবিবার দুপুরে খেলা। চেন্নাইয়ে সন্ধের দিকে শিশির পড়ার কোনও সম্ভাবনা নেই। তাই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ধোনি। তাঁর সিদ্ধান্ত যে ভুল ছিল না প্রমাণ করে দেন কনওয়ে। ওপেন করতে নেমে পুরো ২০ ওভার রইলেন নিউ জ়িল্যান্ডের ব্যাটার। ৫২ বলে ৯২ রানের ইনিংস খেলেন কনওয়ে। ১৬টি চার এবং একটি ছক্কা মারেন তিনি। অন্য ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ৩১ বলে ৩৭ রান করেন। শুরু থেকেই দ্রুত রান তুলছিল চেন্নাই।
তিন নম্বরে নেমে শিবম দুবে ১৭ বলে ২৮ রান করেন। এই ম্যাচে অজিঙ্ক রাহানেকে নামানো হয়নি। পঞ্জাবের বোলারদের বিরুদ্ধে বাঁহাতি ব্যাটারদের নামানোর সিদ্ধান্ত নেন ধোনি। কনওয়ে রান করেন। শিবম রান করেন। মইন আলি এবং রবীন্দ্র জাডেজা যদিও রান পাননি। কিন্তু একের পর এক বাঁহাতি ব্যাটার নামিয়ে পঞ্জাবের স্যাম কারেন, আরশদীপ সিংহ এবং রাহুল চাহারের মতো বাঁহাতি বোলারদের বিরুদ্ধে আক্রমণের চেষ্টা করেছিল চেন্নাই। সফলও হয় তারা।
Innings break!@ChennaiIPL post exactly 200/4 in the first innings!
— IndianPremierLeague (@IPL) April 30, 2023
Will @PunjabKingsIPL chase this down? We will find out 🔜
Scorecard ▶️ https://t.co/FS5brqfoVq#TATAIPL | #CSKvPBKS pic.twitter.com/72OlizrJp4
ধোনি ব্যাট করতে নামেন শেষ ওভারে। জাডেজা সেই ওভারের প্রথম বলে আউট হওয়ার পর ব্যাট করতে নামেন তিনি। মাত্র চার বল খেলার সুযোগ পান। সেটাই কাজে লাগান ধোনি। দলের রান ২০০ পারই হত না ধোনি ছক্কা না মারলে। যদিও তিনি রান করায় কনওয়ে অপরাজিত হয়ে থেকে গেলেও শতরান করতে পারলেন না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy