বেঙ্গালুরুর কাছে হারের পরে সাজঘরে সৌরভকে জ্বালাময়ী বক্তৃতা দিতে শোনা গিয়েছে। — ফাইল চিত্র
টানা পাঁচ ম্যাচ হেরে দিল্লির আইপিএল অভিযান এমনিতেই নড়বড়ে হয়ে গিয়েছে। আর একটি ম্যাচ হারলেই আইপিএল থেকে বিদায় হয়ে যাবে। দলের মালিকরাও কোচিং স্টাফ ছেঁটে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন। এই পরিস্থিতিতে দলের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিয়ো প্রকাশ করেছে দিল্লি ক্যাপিটালস। বেঙ্গালুরুর কাছে হারের পরে সাজঘরে সৌরভকে জ্বালাময়ী বক্তৃতা দিতে শোনা গিয়েছে।
ভিডিয়োয় সৌরভ বলেছেন, “এই হার যত দ্রুত সম্ভব পিছনে ফেলে এগিয়ে যেতে হবে। অধিনায়কের পাশে থাকো, একে অপরের পাশে দাঁড়াও। পরের ম্যাচে তরতাজা হয়ে নামব আমরা। এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। শুধু ভাল হতে পারে। এখনও ৯টা ম্যাচ বাকি। আমরা বাকি ৯টা ম্যাচের সবক’টাতেই জিততে পারি।”
Back each other, play hard and believe in the process 🙌
— Delhi Capitals (@DelhiCapitals) April 16, 2023
📽| Our Head Coach Ricky Ponting and Director of Cricket Sourav Ganguly had some inspirational words for the boys after #RCBvDC 💪#YehHaiNayiDilli #IPL2023 @RickyPonting @SGanguly99 pic.twitter.com/GV0ZNyFXOP
প্লে-অফে যোগ্যতা অর্জনের ব্যাপারেও ক্রিকেটারদের ভাবনাচিন্তা করতে বারণ করে দিয়েছেন সৌরভ। তাঁর কথায়, “আমরা যোগ্যতা অর্জন করি বা না করি, তাতে কিছু যায় আসে না। এই পরিস্থিতিতে সেটা মাথায় রাখার দরকারও নেই। দলের কী চাই সেটা নিয়েই ভাবা দরকার। নিজেদের জন্য, নিজেদের গর্বের জন্য খেলো। দেখো কী হয়। মাঠে আমরা যা খেলছি তার থেকে অনেক ভাল। ঘুরে দাঁড়ানোর জন্য স্রেফ একটা ম্যাচ দরকার। সেটাই করতে হবে। ডেভিডের পাশে থাকো। ও-ই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy