Advertisement
০৭ নভেম্বর ২০২৪
IPL 2022

IPL 2022: অনুশীলন শুরু করলেও পঞ্জাব ম্যাচের আগে অনিশ্চয়তায় করোনায় জর্জরিত পন্থরা!

ইতিমধ্যেই মিচেল মার্শ-সহ দিল্লির চার জন করোনা আক্রান্ত। হাসপাতালে ভর্তি করানো হয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে। দলের ফিজিয়ো প্যাট্রিক ফারহার্ট কয়েক দিন আগে করোনা আক্রান্ত হন। তাঁর কাছে রিহ্যাব করছিলেন মার্শ। মনে করা হচ্ছে সেখান থেকেই আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার।

করোনায় জর্জরিত দিল্লি শিবির

করোনায় জর্জরিত দিল্লি শিবির ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২২ ১২:৩৭
Share: Save:

অবশেষে অনুশীলন শুরু করেছে দিল্লি ক্যাপিটালস। তবে এখনও অনিশ্চয়তা ঘিরে রয়েছে ঋষভ পন্থদের। পঞ্জাব কিংসের আগে খেলতে নামার আগে প্রথম একাদশে কারা থাকবেন তা এখনও ঠিক নয়। দলের আরও কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন কি না সেই চিন্তা ঘিরে ধরেছে দিল্লি শিবিরকে। তার প্রভাব পড়তে পারে দলের খেলার উপর।

এ বারের মরসুমে খুব ভাল জায়গায় নেই দিল্লি। পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জিতে লিগ তালিকায় আট নম্বরে রয়েছেন পন্থরা। প্রথম চারের লড়াইয়ে থাকতে হলে প়ঞ্জাবকে হারাতেই হবে। কিন্তু গত কয়েক দিন নিভৃতবাসে থাকতে হয়েছে ক্রিকেটারদের। অনুশীলন করার সুযোগ পাননি তাঁরা। ফলে ক্রিকেটাররা মাঠে নামার জন্য কতটা তৈরি রয়েছেন তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

ইতিমধ্যেই মিচেল মার্শ-সহ দিল্লির চার জন করোনা আক্রান্ত। হাসপাতালে ভর্তি করানো হয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে। দলের ফিজিয়ো প্যাট্রিক ফারহার্ট কয়েক দিন আগে করোনা আক্রান্ত হন। তাঁর কাছে রিহ্যাব করছিলেন মার্শ। মনে করা হচ্ছে সেখান থেকেই আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। প্রথম দিকে উপসর্গ না থাকায় কোনও ভাবে ধরা পড়েনি যে তিনি আক্রান্ত। চার জন আক্রান্ত হওয়ার পরেই দিল্লি ক্যাপিটালসের ম্যাচ পুণে থেকে সরিয়ে আনা হয়েছে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে।

বুধবার সকালে দিল্লির প্রত্যেক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের আরটি-পিসিআর টেস্ট করানো হয়েছে। সেই রিপোর্ট এলে তার পরে বুধবারের ম্যাচ নিয়ে কোনও সিদ্ধান্ত জানাবে বিসিসিআই। সব মিলিয়ে আইপিএলের মাঝে অন্য সমস্যায় পন্থরা।

অন্য বিষয়গুলি:

IPL 2022 Delhi Capitals COVID-19 Rishabh Pant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE