৩৬ বছরের রায়ডুর ক্যাচ দেখে হতবাক তাঁর সতীর্থরা। ম্যাচের পরে জাডেজা জানান, তিনি অনেক দিন কাউকে এমন ক্যাচ নিতে দেখেননি। শিবমের মতেও রায়ডুর ওই ক্যাচ বুঝিয়ে দিচ্ছে তিনি কতটা পরিশ্রম করছেন।
বেঙ্গালুরুর বিরুদ্ধে দুরন্ত ক্যাচ রায়ডুর ফাইল চিত্র
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয়ে ফিরেছে চেন্নাই সুপার কিংস। দলের ব্যাটার, বোলারদের সঙ্গে নজর কেড়েছেন চেন্নাইয়ের ফিল্ডাররাও। তার মধ্যে অন্যতম অম্বাতি রায়ডু। বেঙ্গালুরুর আকাশ দীপের ক্যাচ তিনি যে ভাবে নিয়েছেন সেটা দেখে অবাক দর্শকরা। বিস্ময় প্রকাশ করেছেন চেন্নাইয়ের অধিনায়ক রবীন্দ্র জাডেজা থেকে শুরু করে ম্যাচের সেরা শিবম দুবে।
বেঙ্গালুরুর হয়ে আকাশ দীপ যখন ব্যাট করতে নামেন তখন দলের হার প্রায় নিশ্চিত। দীনেশ কার্তিক একাই লড়াই করছেন। কিন্তু পাশে কেউ নেই। সেই পরিস্থিতিতে জাডেজার বলে আকাশ দীপের ক্যাচ অসাধারণ দক্ষতায় ধরেন রায়ডু। বল তাঁর থেকে দূরে যাচ্ছিল। তিনি ঝাঁপিয়ে তিন আঙুলে বল ধরেন। মাটিতে পড়ার অভিঘাতেও বল হাতের তালু থেকে বার হয়নি।
A one-handed stunner from @RayuduAmbati as Akash Deep departs for a duck.
— IndianPremierLeague (@IPL) April 12, 2022
Live - https://t.co/KYzdkMrSTA #CSKvRCB #TATAIPL pic.twitter.com/i9W8kBo5nf
৩৬ বছরের রায়ডুর ক্যাচ দেখে হতবাক তাঁর সতীর্থরা। ম্যাচের পরে জাডেজা জানান, তিনি অনেক দিন কাউকে এমন ক্যাচ নিতে দেখেননি। শিবমের মতেও রায়ডুর ওই ক্যাচ বুঝিয়ে দিচ্ছে তিনি কতটা পরিশ্রম করছেন।
এ বারের আইপিএলে প্রথম চার ম্যাচে হারতে হয়েছিল চেন্নাইকে। পঞ্চম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে শুরুটা খারাপ হয়। কিন্তু রবিন উথাপ্পার সঙ্গে মিলে শিবম দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। উথাপ্পা ৮৮ রান করে আউট হন। শিবম ৯৫ রান করে অপরাজিত থাকেন। ২১৬ রান করে চেন্নাই। শেষ পর্যন্ত ২৩ রানে ম্যাচ জেতে তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy