লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অর্ধশতরান করে আউট হয়েছেন বিরাট কোহলি। সেই আউট ঘিরে বিতর্ক। ছবি: আইপিএল
আইপিএলের মাঝে বিতর্কে লখনউ সুপার জায়ান্টসের বোলার অমিত মিশ্র। ম্যাচের মধ্যে বল করার সময় বলে থুতু লাগিয়েছেন তিনি। কোভিডের সময় থেকে বলে থুতু লাগানো বেআইনি ঘোষণা করেছে আইসিসি। সেই নিয়মই ভেঙেছেন অমিত।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১২তম ওভারে প্রথম বল করতে আসেন অমিত। সেই ওভারেই তৃতীয় বলে বিরাট কোহলির উইকেট নেন তিনি। সেই বল উইকেটে পড়ে বেশ খানিকটা ঘোরে। ফলে ব্যাটের মাঝে বল লাগেনি। তাই বল বাউন্ডারির বাইরে যায়নি।
এই ওভারের পরেই অমিতের বল করার একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে দেখা যায়, বল করার আগে তাতে থুতু লাগাচ্ছেন অমিত। ক্রিকেটের নিয়মে সেটা বেআইনি। যদিও ম্যাচ চলাকালীন বা ম্যাচের পরে ম্যাচ রেফারি অমিতের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি। হতে পারে আম্পায়ারের চোখ এড়িয়ে গিয়েছে এই ঘটনা। কিন্তু ভিডিয়ো প্রকাশ্যে আসার পরে আবার শাস্তির আশঙ্কা রয়েছে অমিতের। পদক্ষেপ করতে পারে বিসিসিআই।
Is saliva allowed in ipl?? #iplinhindi #IPL2023 #ipl #rcb #JioCinema pic.twitter.com/Uh7hiR7D2G
— ROHIT RAJ (@RohitRajSinhaa) April 10, 2023
যে হেতু বলে থুতু লাগানোর পরেই কোহলির উইকেট পেয়েছেন অমিত, তাই বেজায় চটেছেন আরসিবি সমর্থকেরা। তাঁরা নেটমাধ্যমে সেই ভিডিয়ো ভাইরাল করে দিয়েছেন। অনেকে তো অমিতের বিরুদ্ধে শাস্তির দাবিও করেছেন।
এই প্রথম অমিত এই ঘটনা ঘটাননি। ২০২১ সালের আইপিএল চলাকালীন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার সময় একটি ম্যাচে বলে থুতু লাগিয়েছিলেন তিনি। সে বার আম্পায়ার সঙ্গে সঙ্গে তাঁকে সতর্ক করেছিলেন। আরও এক বার সেই ঘটনা ঘটল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy