লিটনের বদলে কি অন্য কাউকে নেবে কলকাতা? —ফাইল চিত্র
হঠাৎ দেশে ফিরে গেলেন লিটন দাস। আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলেই ফিরে যেতে হল তাঁকে। দেশের হয়ে খেলা থাকায় আইপিএলের শুরু থেকে খেলতে পারেননি। কলকাতায় এসেছিলেন ৯ এপ্রিল। ১৯ দিনের মধ্যেই ফিরে যেতে হচ্ছে তাঁকে। আর আসবেন না বলেই মনে করা হচ্ছে। কারণ এর পর আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে যেতে হবে বাংলাদেশকে। লিটনের বদলে কি অন্য কাউকে নেবে কলকাতা? তা জানায়নি কেকেআর। কিন্তু যদি কোনও ক্রিকেটারকে নিতে হয় সে ক্ষেত্রে কোন তিন ক্রিকেটারের কাছে সুযোগ রয়েছে?
ট্র্যাভিস হেড: অস্ট্রেলিয়ার এই ব্যাটার ভারতে এসে দেখিয়েছেন কতটা আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেন তিনি। কিছু দিন আগেই বিয়ে করেছেন তিনি। বাঁহাতি এই ব্যাটার ওপেনার হিসাবেও খেলতে পারেন। আবার স্পিন বলও করতে পারেন। ওপেনার লিটনের বদলে তাঁকে নিলে লাভ হতে পারে কেকেআরের।
ড্যারিল মিচেল: নিউ জ়িল্যান্ডের মিচেলের দিকেও নজর দিতে পারে কেকেআর। মিডল অর্ডারে ভাল ব্যাট করতে পারেন তিনি। সেই সঙ্গে মিডিয়াম পেস বল করেন। কিন্তু এই মুহূর্তে তাঁকে পাওয়া কঠিন হতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলতে গিয়েছেন তিনি। যদিও নিউ জ়িল্যান্ড বোর্ড আইপিএল খেলার জন্য উৎসাহ দেয় ক্রিকেটারদের। সে ক্ষেত্রে মিচেলকে ছেড়ে দিলেও দিতে পারে তারা।
মহম্মদ নবি: আফগানিস্তানের অধিনায়ক গত বারও কেকেআরে ছিলেন। কিন্তু একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। এ বার তাঁকে আবার দলে নিতে পারে কেকেআর। নবির মতো অলরাউন্ডারকে পেলে সুবিধা হবে তাদের। সুনীল নারাইন সব ম্যাচে সফল নন। নবিকে নিলে কেকেআরের হাতে অস্ত্র বাড়বে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy