Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
IPL 2023

আইপিএলে বাকি আর ১৩ ম্যাচ! এখনও প্লে-অফের দৌড়ে ১০ দলই, কার সামনে কী অঙ্ক?

আইপিএলে এখনও ১৩টি ম্যাচ বাকি রয়েছে। কিন্তু এখনও প্লে-অফের চারটি দল নিশ্চিত হয়নি। ১০ দলেরই সুযোগ রয়েছে শেষ চারে যাওয়ার। সবার সামনে আলাদা অঙ্ক।

IPL trophy

তিন বছর বন্ধ থাকার পরে এ বারই আইপিএলে আবার হোম-অ্যাওয়ে ফরম্যাটে খেলা শুরু হয়েছে। —ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৩ ১৭:০০
Share: Save:

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্স ম্যাচের পরে আর ১৩টি ম্যাচ বাকি রয়েছে। কিন্তু প্লে-অফে কোন চারটি দল যাবে তা এখনও নিশ্চিত হয়নি। যা পরিস্থিতি তাতে ১০টি দলই প্লে-অফে যেতে পারে। তবে কয়েকটি দলের কাছে শেষ চারে যাওয়া নিজের হাতে। অন্য দলগুলিকে বাকিদের উপর তাকিয়ে থাকতে হবে।

গুজরাত টাইটান্স: ১২ ম্যাচে ১৬ পয়েন্ট। লিগ তালিকায় সবার উপরে রয়েছেন হার্দিক পাণ্ড্যরা। তাঁদের দু’টি খেলা বাকি। সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারাতে পারলে পয়েন্ট তালিকায় ২০ পয়েন্ট পর্যন্ত পৌঁছতে পারবে গুজরাত। আর একটি ম্যাচ জিতলেই তাদের প্লে-অফ পাকা হয়ে যাবে।

চেন্নাই সুপার কিংস: ১২ ম্যাচে ১৫ পয়েন্ট। মহেন্দ্র সিংহ ধোনিরা পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। বাকি দু’টি ম্যাচ কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। জিতলে ১৯ পয়েন্ট হবে ধোনিদের। আর একটি জিতলেই প্লে-অফ প্রায় পাকা চেন্নাইয়ের।

মুম্বই ইন্ডিয়ান্স: ১২ ম্যাচে ১৪ পয়েন্ট। রোহিত শর্মাদের খেলা বাকি লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। এই দু’টি ম্যাচ জিতলে ১৮ পয়েন্ট হবে মুম্বইয়ের। নিশ্চিত হয়ে যাবে প্লে-অফ।

রাজস্থান রয়্যালস: ১২ ম্যাচে ১২ পয়েন্ট। কেকেআরকে বড় ব্যবধানে হারিয়ে প্লে-অফের দৌড়ে ভাল ভাবে উঠে এসেছে রাজস্থান। তাদের বাকি দু’টি ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পঞ্জাব কিংসের বিরুদ্ধে। এই দু’টি ম্যাচ জিতলে ১৬ পয়েন্ট হবে সঞ্জু স্যামসনদের। তাতে অবশ্য নিশ্চিত হবে না প্লে-অফ। তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে।

লখনউ সুপার জায়ান্টস: ১১ ম্যাচে ১১ পয়েন্ট। এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে লখনউয়ের সামনে। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে তারা। অর্থাৎ, সর্বাধিক ১৭ পয়েন্ট হতে পারে লখনউয়ের। তা হলে নিশ্চিত হয়ে যাবে প্লে-অফ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১১ ম্যাচে ১০ পয়েন্ট। বিরাট কোহলিদের বাকি রয়েছে আর তিনটি ম্যাচ। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্সকে হারালে ১৬ পয়েন্ট হবে তাঁদের। তার পরেও বাকি ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে কোহলিদের।

কলকাতা নাইট রাইডার্স: ১২ ম্যাচে ১০ পয়েন্ট। বাকি আর দুই ম্যাচ। চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টসকে হারালে ১৪ পয়েন্ট হবে কেকেআরের। বাকি সব দলের ম্যাচের উপর নির্ভর করছে তাদের ভাগ্য। কিন্তু এখনও অঙ্কের বিচারে সুযোগ রয়েছে কেকেআরের।

পঞ্জাব কিংস: ১১ ম্যাচে ১০ পয়েন্ট। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দু’টি ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একটি ম্যাচ খেলবেন শিখর ধাওয়ানরা। তিনটি ম্যাচ জিতলে তাঁরা পৌঁছবেন ১৬ পয়েন্টে। তাতেও প্লে-অফ নিশ্চিত হবে না পঞ্জাবের।

সানরাইজার্স হায়দরাবাদ: ১০ ম্যাচে ৮ পয়েন্ট। এখনও সব থেকে বেশি চারটি ম্যাচ বাকি রয়েছে হায়দরাবাদের। লখনউ সুপার জায়ান্টস, গুজরাত টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে তারা। সর্বাধিক ১৬ পয়েন্ট পৌঁছতে পারে হায়দরাবাদ।

দিল্লি ক্যাপিটালস: ১১ ম্যাচে ৮ পয়েন্ট। পয়েন্ট তালিকায় সবার নীচে রয়েছে দিল্লি। এখনও তিনটি ম্যাচ বাকি তাদের। পঞ্জাব কিংসের বিরুদ্ধে দু’টি ও একটি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। তিনটি ম্যাচ জিতলে সর্বাধিক ১৪ পয়েন্ট হতে পারে দিল্লির। তার পরেও শেষ চার নিশ্চিত হবে না দিল্লির।

অন্য বিষয়গুলি:

IPL 2023 KKR play off
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy