কোন দল কাকে নেয়, উত্তেজনা চরমে উঠবে ১৮ ফেব্রুয়ারি। ফাইল ছবি
প্রত্যাশামতোই এবারের আইপিএলের নিলাম হতে চলেছে ১৮ ফেব্রুয়ারি। চেন্নাইয়ে এই নিলাম আয়োজিত হবে। বুধবারআইপিএলের সরকারি টুইটার হ্যান্ডেলের মাধ্যমে এ খবর জানানো হয়েছে। ভারত না সংযুক্ত আরব আমিরশাহি, কোথায় এবারের আইপিএল আয়োজিত হবে তা নিয়েও সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
ভারতেই এই টুর্নামেন্ট করার ব্যাপারে আগ্রহী সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বোর্ড। আগামী ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফি। এখনও পর্যন্ত সেই টুর্নামেন্ট আয়োজনে কোনও সমস্যা হয়নি। সেই সাফল্য নিয়েও আলোচনা হবে।
বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, “ভারতেই এই টুর্নামেন্ট আয়োজন করানোর ব্যাপারে আমরা জোর দিচ্ছি। কিন্তু পরিস্থিতি কেমন থাকে সেটা নিয়েও আলোচনা করা হবে। পাশাপাশি সৈয়দ মুস্তাক আলির পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।এমিরেটস ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই টুর্নামেন্ট সেখানে আয়োজন করার জন্য আমাদের আমন্ত্রণ জানিয়েছে।”
🚨ALERT🚨: IPL 2021 Player Auction on 18th February🗓️
— IndianPremierLeague (@IPL) January 27, 2021
Venue 📍: Chennai
How excited are you for this year's Player Auction? 😎👍
Set your reminder folks 🕰️ pic.twitter.com/xCnUDdGJCa
দীর্ঘদিন ধরে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা মাঠে গিয়ে খেলা দেখার স্বাদ থেকে বঞ্চিত। গতবারের মতো এবারও যাতে তাঁদের টিভিতেই আইপিএল দেখে না কাটাতে হয়, তার সবরকম চেষ্টা করছে বোর্ড। যদিও গতবারের টিভি দর্শক সংখ্যা ভেঙে দিয়েছিল সব রেকর্ড।অতিমারির মধ্যেও টুর্নামেন্ট আয়োজন করে তাই লাভের মুখ দেখেছিল বোর্ড।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy