৩৩ রানের বেশি করতে পারলেন না কোহলী। ছবি আইপিএল
ম্যাচের আগেই বিরাট কোহলী জোর দিয়েছিলেন স্কোরবোর্ডে বেশি রান তোলার উপর। কিন্তু চেন্নাইয়ের পিচে সেই কাজ করে দেখাতে আরও একবার ব্যর্থ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দেড়শো রানের গন্ডিও পেরোতে পারল না তারা।
প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেলেও দলের খেলায় খুশি হতে পারেননি কোহলী। তাই হায়দরাবাদ ম্যাচের আগে বলেছিলেন, “মুম্বইয়ের বিরুদ্ধে আমরা ভাল খেলেছি। কিন্তু সেরা খেলাটা খেলতে পারিনি। হয়তো নিজেদের ৭৫ শতাংশ দিতে পেরেছি। ব্যাট হাতে আমাদের আরও ভাল রান তোলা উচিত ছিল। আমার নিজেরও আরও বেশি সময় ক্রিজে থাকা দরকার ছিল।”
বুধবার যদিও কোনওটাই হয়নি। দেবদত্ত পাড়িক্কল দলে ফিরলেও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। শাহবাজ আহমেদ মারতে থাকলেও দ্রুত ফিরে যান। কোহলি নিজেও ৩৩ রানের বেশি করতে পারেননি। গ্লেন ম্যাক্সওয়েল না থাকলেও আরসিবি-র রান দেড়শোর কাছাকাছিও আসত না।
A big wicket for @Jaseholder98 of the #RCB Skipper, who departs after scoring 33 runs.
— IndianPremierLeague (@IPL) April 14, 2021
Live - https://t.co/kDrqkM24yz #SRHvRCB #VIVOIPL #IPL2021 pic.twitter.com/XlingrZzgF
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy