কোহলী কিছুটা বিরক্ত ক্রিকেটসূচি নিয়ে। —ফাইল চিত্র
চেন্নাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে বিরাট কোহলী যোগ দেবেন ১ এপ্রিল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষে জৈব সুরক্ষা বলয়ের বাইরে বেরিয়ে বাড়ি ফেরেন ভারত অধিনায়ক। এর ফলে দলে যোগ দিয়েই অনুশীলনে নামতে পারবেন না কোহলী। ৭ দিনের জন্য থাকতে হবে নিভৃতবাসে।
একাধিক ভারতীয় ক্রিকেটার ভারতীয় দলের জৈব সুরক্ষা বলয় থেকেই আইপিএল দলের সুরক্ষা বলয়ে ঢুকে গিয়েছেন। ব্যতিক্রম কোহলী। সুরক্ষা বলয়ের মানসিক চাপ থেকে কিছুটা বিরতি নিয়ে সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। জানুয়ারি মাসে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা শর্মা।
কোহলী কিছুটা বিরক্ত ক্রিকেটসূচি নিয়ে। তিনি বলেন, “ভবিষ্যতে সূচির দিকে মন দিতে হবে। দীর্ঘ দিন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে খেলা বেশ কঠিন। টানা ২ থেকে ৩ মাস বলয়ের মধ্যে থাকা খুব কঠিন।” বুধবার চেন্নাইয়ে চলে আসছেন এবি ডিভিলিয়ার্স। নিভৃতবাসে থাকবেন তিনিও।
মঙ্গলবার চেন্নাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন যুজবেন্দ্র চহাল, নবদীপ সাইনি, মহম্মদ সিরাজ, সচিন বেবির মতো একাধিক ক্রিকেটার। ২০২০ সালে আইপিএলের প্লে অফে পৌঁছে ছিলেন কোহলীরা। তবে ট্রফি জয় এখনও অধরা। গত বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ব্যাঙ্গালোর। ৯ এপ্রিল রোহিত শর্মা বনাম কোহলী ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে এ বারের আইপিএল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy