ম্যাক্সওয়েলের প্রশংসা করলেন কোহলী। ছবি পিটিআই
গত বারের আইপিএলে কার্যত ব্যর্থ হয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তা সত্ত্বেও শুক্রবার তাঁকে কেন এবি ডিভিলিয়ার্সের আগে পাঠানো হল তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সমর্থক থেকে ক্রিকেট বিশেষজ্ঞরা। ম্যাচের পর দুটি প্রশ্নেরই জবাব দিয়েছেন বিরাট কোহলী। জানিয়েছেন, ম্যাক্সওয়েলকে উপরের দিকে পাঠানোর সিদ্ধান্ত সঠিক ছিল।
কোহলী বলেছেন, “চাইছিলাম ও যাতে শুরু থেকে চালিয়ে না খেলতে থাকে। বরং কয়েকটা বল খেলে নিয়ে ধাতস্থ হয়ে যাতে মারতে পারে, সেই জন্যেই ওকে আগে পাঠিয়েছিলাম। ওর ১০-১৫টা বল খেলা দেখে নিশ্চয়ই বোঝা গিয়েছে সিদ্ধান্তে ভুল ছিল না। ওর ইনিংসটাই ম্যাচ বদলে দিয়েছে। ক্রিজে থাকলে আরও দু’ওভার আগেই ম্যাচ শেষ করে দিত।”
শুক্রবারের ম্যাচে ফিনিশারের ভূমিকা পালন করেছেন ডিভিলিয়ার্স। তাঁর সম্পর্কে কোহলী বলেছেন, “এবি ব্যাট করতে নামলে বিপক্ষ চাপে পড়ে যায়। আমাদের ব্যাটিংয়ে গভীরতা রয়েছে যেটা আমরা কাজে লাগাতে চাই। এবি সম্ভবত একমাত্র ক্রিকেটার যার মধ্যে এতটা বৈচিত্র্য রয়েছে। ধীর গতির পিচে ওর থেকে ভাল কেউ মারতে পারে না। লম্বা জুটি থাকলে হয়তো ব্যাটিং অর্ডারে অনেক বদল থাকত। কিন্তু কিছু সময় ছোটখাটো বদল আনতেই হয়।
Game Day: MI v RCB, Review
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 10, 2021
RCB players and coaches discuss the spectacular knock of ABD, Harshal Patel’s unbelievable spell, Maxi’s debut and much more on @myntra presents Game Day.#PlayBold #WeAreChallengers #IPL2021 pic.twitter.com/xN3xq7Mx4R
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy