মুস্তাফিজুরের সঙ্গে শাকিব ফাইল চিত্র
আমদাবাদ থেকে বিসিসিআই-এর ব্যবস্থাপনায় নিজেদের দেশে ফিরলেন দুই বাংলাদেশি ক্রিকেটার শাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আইপিএল চলাকালীন পরপর ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় মঙ্গলবার প্রতিযোগিতা বাতিলের সিদ্ধান্ত নেয় ভারতের ক্রিকেট বোর্ড।
ঘোষণার পর থেকেই নিজেদের বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করে দেন ক্রিকেটাররা। বুধবারই ইংল্যান্ডের আট ক্রিকেটার বিসিসিআইয়ের সৌজন্যে লন্ডন পৌঁছে যান। বৃহস্পতিবার বাংলাদেশ পৌঁছলেন সেই দেশের দুই তারকা ক্রিকেটার। পিপিই কিট পরে সমস্ত সতর্কতা মেনে বিমানে ওঠেন শাকিব। দুই ক্রিকেটারকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে ছবি প্রকাশ করে কেকেআর। তাঁরা দলের সদস্য শাকিবের উদ্দেশ্যে লেখে, ‘আমরা জেনে খুশি হয়েছি তুমি আর মুস্তাফিজুর একই সঙ্গে আমদাবাদ থেকে বাংলাদেশে পৌছতে পেরেছ। খুব তাড়াতাড়ি দেখা হবে আর সাবধানে থেকো’।
আইপিএল নির্দিষ্ট সূচী মেনে অনুষ্ঠিত হলেও এই প্রতিযোগিতায় পুরোটা খেলতে পারতেন না এই দুই ক্রিকেটার। শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে হলে আইপিএল শেষ হওয়ার আগেই দেশে যেতে হত তাঁদের। ১৪ দিনের নিভৃতবাস কাটিয়ে দলের সঙ্গে যোগ দিতে হত তাঁদের। ভারতের মতো বাংলাদেশেও করোনার প্রকোপ ক্রমশ বাড়তে থাকায় সতর্ক সে দেশের প্রশাসন।
✈️ #KKR Overseas Players' Travel Update: Thank you @Sah75official, happy to know you've landed home safely in Dhaka with Bangladesh teammate @Mustafiz90 from Ahmedabad.
— KolkataKnightRiders (@KKRiders) May 6, 2021
Stay safe, and see you soon - ভাল থেকো 💜#KorboLorboJeetbo #IPL2021 pic.twitter.com/pgSCwcAKOG
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy