ওয়াংখেড়ে স্টেডিয়াম ফাইল চিত্র
ভয়ে কাঁপছেন মুম্বইয়ের চার্চগেটের বাসিন্দারা। কোভিডের আতঙ্কে তাঁরা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি দিয়ে জানালেন, ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে যেন আইপিএল-এর ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়। ওয়াংখেড়ে স্টেডিয়াম চার্চগেট অঞ্চলেই।
যদিও এবার দর্শকশূন্য স্টেডিয়ামে আইপিএল হবে বলে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, তবু ওয়াংখেড়ে স্টেডিয়ামের আশেপাশের বাসিন্দারা মনে করছেন, খেলা হলে স্টেডিয়ামের সামনে মানুষের ভিড় হবেই। বিশেষ করে নরিম্যান পয়েন্টের যে হোটেলে টিমগুলো থাকবে, সেখানেও মানুষ ভিড় জমাবেন।
স্টেডিয়াম সংলগ্ন ডি রোডের বাসিন্দারা মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে লিখেছেন, ‘সরকার তো বিয়ে বা শ্রাদ্বের অনুষ্ঠান করার অনুমতি দিচ্ছে না। তাহলে কীসের ভিত্তিতে এতদিন ধরে আইপিএল-এর ম্যাচ করার অনুমতি দেওয়া হল? তাছাড়া প্রত্যেক বছর আইপিএল-এর ম্যাচ থাকলে এলাকার বাসিন্দাদের গাড়ি রাখতে ব্যাপক সমস্যা হয়। সেটা এমনিতেই বয়স্ক মানুষদের ক্ষেত্রে সমস্যার। এবার কোভিড পরিস্থিতিতে সেই সমস্যা আরও বড় হয়ে দেখা দেবে।’
১০ এপ্রিল ওয়াংখেড়েতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy