চেতেশ্বর পূজারা ছবি টুইটার
গত বারের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে তারা। তার আগে দলের নতুন ক্রিকেটারদের সরকারি ভাবে স্বাগত জানাল সিএসকে।
এ বার সিএসকে দলে যুক্ত হয়েছেন চেতেশ্বর পূজারা, মইন আলি, কৃষ্ণাপ্পা গৌতম, রবিন উথাপ্পার মতো ক্রিকেটাররা। তাঁদের হাতে জার্সি তুলে দেন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। সাত বছর পর আইপিএলে সুযোগ পেয়েছেন পূজারা। ধোনির হাত থেকে জার্সি পেয়ে উত্তেজিত তিনি।
নেটমাধ্যমে পূজারা লিখেছেন, “ধোনিভাইয়ের হাত থেকে জার্সি পেয়ে এবং সিএসকে পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে উত্তেজিত এবং সম্মানিত। একটা দারুণ মরসুম কাটানোর অপেক্ষায় রয়েছি।” অনুষ্ঠানে ছিলেন কোচ স্টিফেন ফ্লেমিংও।
Putting our paws together in welcoming freshers into the #SuperFam! #WhistlePodu #Yellove 🦁 💛 pic.twitter.com/Noym2hbFB1
— Chennai Super Kings (@ChennaiIPL) April 7, 2021
Excited and honoured to receive the official kit from @msdhoni bhai and the @ChennaiIPL family! Looking forward to a great season ahead 👍🏼#famlove #fresher #whistlepodu pic.twitter.com/XfIkzgye54
— cheteshwar pujara (@cheteshwar1) April 7, 2021
গত বার আইপিএলের প্লে-অফে উঠতে পারেনি সিএসকে। তাদের সব থেকে খারাপ মরসুম গিয়েছে। এ বার তাই দলের তরফে ভরসা রাখা হয়েছে তরুণ ক্রিকেটারদের উপরে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy