Advertisement
২২ নভেম্বর ২০২৪
Royal Challengers Bengaluru

রেকর্ডের ছড়াছড়ি কোহলীর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের

আইপিএল-এ ৪টি ম্যাচ ১০ উইকেটে জিতল বেঙ্গালুরু, আর কোনও দলের এই কৃতিত্ব নেই।

দেবদত্ত পাড়িক্কল।

দেবদত্ত পাড়িক্কল। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২১ ১১:৪৬
Share: Save:

মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসকে টপকে বিরাট কোহলীর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে। শুধু তা-ই নয়, বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসকে ১০ উইকেটে হারানোর সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি রেকর্ডও করে ফেলেছেন কোহলীরা।

আইপিএল-এ এই নিয়ে মোট ৪টি ম্যাচ ১০ উইকেটে জিতল বেঙ্গালুরু। আর কোনও দলের এই কৃতিত্ব নেই। বেঙ্গালুরুর অন্য তিনটি ১০ উইকেটে জয় এসেছিল ২০১০ সালে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে, ২০১৫ সালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে, ২০১৮ সালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। এই তিনটি ম্যাচেই ১০০-র কম রান তাড়া করতে হয়েছিল বেঙ্গালুরুকে। বৃহস্পতিবার ১৭৮ রান তাড়া করে জিতেছেন কোহলীরা।

দেবদত্ত পাড়িক্কল শতরান করেন। আইপিএল-এ কনিষ্ঠতম হিসেবে শতরানকারীদের তালিকায় তৃতীয় স্থানে থাকলেন পাড়িক্কল। রেকর্ড মণীশ পাণ্ডের। ২০০৯ সালে ১৯ বছর ২৫৩ দিন বয়সে আরসিবি-র হয়ে ডেকান চার্জার্সের বিরুদ্ধে ম্যাচ জেতানো অপরাজিত ১১৪ রান করেন তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের এখনকার অধিনায়ক ঋষভ পন্থ। তিনি ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২০ বছর ২১৮ দিন বয়সে শতরান করেন। তাঁর অপরাজিত ১২৮ অবশ্য দিল্লিকে জেতাতে পারেনি। পাড়িক্কলের অপরাজিত ১০১ রান এল ২০ বছর ২৮৯ দিন বয়সে।

পাড়িক্কলের শতরানের সঙ্গে সঙ্গে আইপিএল-এ কোনও দলের শতরানের সংখ্যায় শীর্ষে চলে এল বেঙ্গালুরু। তাদের মোট ১৪টি শতরান হল। এরপর রয়েছে পাঞ্জাব কিংস ১৩, দিল্লি ক্যাপিটালস ১০।

গ্রাফিক— শৌভিক দেবনাথ

গ্রাফিক— শৌভিক দেবনাথ

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy