IPL 2021: Probable XI of KKR vs Virat Kohli’s RCB dgtl
IPL 2021
জয়ের পথে ফিরতে কি দলে বড় পরিবর্তন? দেখে নিন কোহলীদের বিরুদ্ধে নাইটদের প্রথম একাদশ
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারের পর দলে পরিবর্তন করবেন অইন মর্গ্যানরা? দেখে নেওয়া যাক কেকেআর-এর সম্ভাব্য একাদশ।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১৪:২৫
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
এ বারের আইপিএল-এ এখনও অবধি কোনও ম্যাচ হারেননি বিরাট কোহলী। তাঁদের বিরুদ্ধে রবিবার খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারের পর দলে পরিবর্তন করবেন অইন মর্গ্যানরা? দেখে নেওয়া যাক কেকেআর-এর সম্ভাব্য একাদশ।
০২১২
শুভমন গিল: ২ ম্যাচ মিলিয়ে তাঁর সংগ্রহ মাত্র ৪৮ রান। অন্য ওপেনার নীতীশ রানা কমলা টুপির অধিকারী। তাঁকে সঙ্গত দিতে শুভমনের ব্যাট থেকেও বড় রান চাইবেন নাইট সমর্থকরা।
০৩১২
নীতীশ রানা: এই মুহূর্তে দলের সেরা ব্যাটসম্যান তিনিই। ২ ম্যাচেই অর্ধ শতরান রয়েছে তাঁর দখলে। কোহলীদের বিরুদ্ধে জিততে হলে তাঁর ব্যাট থেকেই রবিবারও বড় রান অবশ্যই প্রয়োজন।
০৪১২
রাহুল ত্রিপাঠি: প্রথম ম্যাচে অর্ধ শতরান করলেও মুম্বইয়ের বিরুদ্ধে রান পাননি। কোহলীদের বিরুদ্ধে যদিও তেমনটা চাইবেন না রাহুল।
০৫১২
দীনেশ কার্তিক: তাঁর ব্যাট থেকে বড় রানের আশায় সমর্থকরা। দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার তিনি। কার্তিক রান পেলে মিডল অর্ডার নিয়ে কলকাতার চিন্তা অনেকটাই কমে যাবে।
০৬১২
অইন মর্গ্যান: এ বারের আইপিএল-এ শুরু থেকেই নেতৃত্বের দায়িত্ব তাঁর কাঁধে। বিশ্বজয়ী অধিনায়কের ব্যাটেও রান নেই। দলকে জেতাতে তাঁকে ব্যাট হাতেও দায়িত্ব নিতে হবে।
০৭১২
আন্দ্রে রাসেল: বল হাতে গত ম্যাচে বিধ্বংসী হয়ে উঠেছিলেন। আরসিবি-র মতো দলের বিরুদ্ধেও বোলার রাসেলকে চাইবে কলকাতা।
০৮১২
শাকিব আল হাসান: ব্যাটে বলে এখনও সেই ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তবে তিনি ছন্দে থাকলে একার হাতেই ম্যাচ জিতিয়ে দিতে পারেন অনায়াসেই।
০৯১২
হরভজন সিংহ: তাঁকে ২ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে কলকাতা। যদিও এখনও অবধি তাঁকে দিয়ে ৪ ওভারের কোটাই পূরণ করা যায়নি।
১০১২
প্যাট কামিন্স: দলের প্রধান বোলার তিনিই। ঝুলিতে ইতিমধ্যেই ৩টি উইকেট। কোহলীদের বিরুদ্ধে কি তিনি পারবেন উইকেট নিতে?
১১১২
প্রসিদ্ধ কৃষ্ণ: ভারতীয় দলে খেলার অভিজ্ঞতা আরও পরিণত করেছে তাঁকে। কলকাতার নিয়মিত পেসার এখন তিনি। দল তাঁর ওপর যে ভরসা রেখেছে উইকেট নিয়ে তার সম্মান রাখতে হবে তাঁকেও।
১২১২
বরুণ চক্রবর্তী: গত বারের আইপিএল-এ নিয়মিত উইকেট পাচ্ছিলেন এই বিস্ময় স্পিনার। এ বার যদিও সেই যাদু দেখা যাচ্ছে না। এখনও অবধি নিয়েছেন মাত্র একটি উইকেট।