ম্যাচ জেতানোর পর ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছেন কায়রন পোলার্ড ছবি - টুইটার
মাত্র ৩৪ বলে অপরাজিত ৮৭ রান। কায়রন পোলার্ডের এমন মারকুটে ইনিংসের জন্য ২১৯ রান তাড়া করে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। আর তাই হার্দিক ও ক্রুণাল এই ক্যারিবিয়ান অলরাউন্ডারে মজে রয়েছেন।
পোলার্ডের বিস্ফোরক ইনিংস নিয়ে খেলার শেষে আলোচনা করছিলেন দুই ভাই। চাপে থাকলেও ক্রিজে নামতেই চেন্নাইয়ের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করতে থাকেন পোলার্ড। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন ক্রুণাল। তিনি হার্দিককে বলছিলেন, “একটা সময় ৬ ওভারে ১০০ রানের বেশি দরকার থাকলেও আমরা জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। পোলার্ড বারবার সেই কথা বলছিল। দিনের শেষে দলকে জিতিয়েই মাঠ ছাড়ল। আইপিএল-এর ইতিহাসে ওকে নিয়ে তেমন চর্চা হয় না। তবে পোলার্ড কিন্তু এই ধরনের ক্রিকেটে সর্বকালের সেরা। সেটা ভুলে গেলে চলবে না।”
এই প্রথম বার মুম্বই এত বড় রান তাড়া করে জিতল। তবে এর আগেও রোহিত শর্মার দলের অনেক জয়ে পোলার্ড বড় ভূমিকা নিয়েছিলেন। যদিও হার্দিক কিন্তু পোলার্ডের বোলিং নিয়ে মজে রয়েছেন। তিনি বলেন, “পোলার্ড বুদ্ধি দিয়ে ব্যাট করলেও হৃদয় দিয়ে বোলিং করে। আর উইকেট পেলে তো কোনও কথাই নেই। কোলের বাচ্চাকে ললিপপ দিলে যেমন হেসে ওঠে, পোলার্ড উইকেট পেলে ঠিক তেমন আচরণ করে।”
🙌 "Pollard is the G.O.A.T." 🙌
— IndianPremierLeague (@IPL) May 2, 2021
Pandya brothers are mind-blown by the @KieronPollard55 show in Delhi. 👌👌
Do Not Miss: @hardikpandya7 & @krunalpandya24's interesting take on Big Polly's bowling cameo 😎😎 #VIVOIPL #MIvCSK @mipaltan
Full interview 🎥👇https://t.co/go6Zi6SvSk pic.twitter.com/bD3AIdU1CM
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy