ব্যাট হাতে রণমূর্তি দেখানোর জন্য তিনি পরিচিত। এর আগেও মুম্বই ইন্ডিয়ান্সকে একার হাতে অনেক ম্যাচ জিতিয়েছেন। তবে শনিবার যে ইনিংস খেললেন তিনি, তা বোধহয় আগের সব কিছুকে ছাপিয়ে গেল। সিএসকে-র বিরুদ্ধে একার হাতে জেতালেন দলকে।
ম্যাচের পর কায়রন পোলার্ড জানালেন, ছোট মাঠে মারার জন্য তিনি বেছে নিয়েছিলেন স্পিনারদেরই। বলেছেন, “ওদের হাতে স্পিনারদের জন্য চার ওভার ছিল। আমি চাইছিলাম স্পিনের বিরুদ্ধে যত বেশি সম্ভব ছয় মারতে। জাডেজার ওই ওভার কাজে লাগাতে চেয়েছিলাম।”
৬৮ রানের মাথায় তাঁর ক্যাচ ফেলে দেন ফাফ দু’প্লেসি। পোলার্ড মজা করে জানালেন, এ জন্য ফাফের কাছে কৃতজ্ঞ তিনি। বলেছেন, “জানি না আমি ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান কিনা। কিন্তু অফ সাইডে আজ বেশি রান করতে চেয়েছিলাম। আমি ভাগ্যবান যে ফাফ আমাকে একটা সুযোগ দিয়েছিল। উইকেট খুব ভাল ছিল। আমাদের বোলাররাও ভাল বল করেছে। গত দুই ম্যাচে দুটো জয় পেয়েছি। আশা করি প্রতিযোগিতার শেষে গিয়ে এগুলোই কাজে দেবে।”
WHAT. A. WIN for the @mipaltan 🔥🔥
— IndianPremierLeague (@IPL) May 1, 2021
Some serious hitting from @KieronPollard55 ( 87* off 34) as #MumbaiIndians win by 4 wickets.
Scorecard - https://t.co/NQjEDM2zGX #VIVOIPL pic.twitter.com/UAb6SYCMQz