দুরন্ত ছন্দে ধোনি। ফাইল ছবি
রবিবার শুরু আইপিএল। তার আগের রাতেই বিপক্ষের মনে ভয় ধরিয়ে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগের দিন অনুশীলনে ধোনির ব্যাট থেকে বেরোল একের পর এক দৈত্যাকার ছক্কা। সীমানার বাইরে উড়ে যাচ্ছিল একের পর এক বল।
শনিবার একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে চেন্নাই সুপার কিংসের টুইটার অ্যাকাউন্টে। সেখানেই ধোনির এই তাণ্ডবনৃত্য দেখা গিয়েছে। কোনও বোলারকেই রেয়াত করেননি তিনি। মাঠের প্রতিটি কোনায় তাঁর ব্যাট থেকে বেরনো বল উড়ে যেতে দেখা গিয়েছে। ভিডিয়োর ক্যাপশনে সিএসকে লিখেছে, ‘এ বার থালা এসে গিয়েছে’।
All arealayum Thala...#WhistlePodu #Yellove @msdhoni pic.twitter.com/Zu85aNrRQj
— Chennai Super Kings - Mask Pdu Whistle Pdu! (@ChennaiIPL) September 18, 2021
বরাবর অভিজ্ঞ ক্রিকেটারদের উপর ভরসা রাখলেও গত বারের ব্যর্থতার পর এ বার রণনীতিতে বদল এনেছে ধোনির দল। জোর দেওয়া হয়েছে তারুণ্যের উপর। তার সুফলও পাচ্ছে তারা। কোভিডের কারণে আইপিএল বন্ধ হয়ে যাওয়ার আগে পর্যন্ত সাত ম্যাচে ১০ পয়েন্ট ছিল তাদের। লিগ তালিকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ঠিক পরেই। দ্বিতীয় পর্বেও যে তারা কাউকে ছেড়ে কথা বলতে চায় না তা ধোনির ব্যাট হাতে তাণ্ডব দেখেই পরিষ্কার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy