শনিবার অনুশীলনে ধোনি। ছবি: টুইটার
মাঝেমধ্যেই নিত্যনতুন অবতারে আবির্ভূত হন তিনি। নতুন বেশে হাজির হয়ে চমকে দেন ভক্তদের। কিন্তু শনিবার মহেন্দ্র সিংহ ধোনির যে রূপ দেখা গেল, তার জন্যে বোধ হয় প্রস্তুত ছিলেন না কেউই। নেটমাধ্যমে তাঁর ছবি ছড়িয়ে পড়তেই তুমুল ভাইরাল হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ধোনির এমন নতুন সাজের কারণ কী?
ভারতের প্রাক্তন অধিনায়কের নতুন বেশ টুইট করেছে ‘স্টার স্পোর্টস’ চ্যানেল। নতুন অবতারে ধোনিকে দেখা গিয়েছে সম্পূর্ণ ন্যাড়া অবস্থায়। হ্যাঁ, ভারতের প্রাক্তন অধিনায়কের মাথা সম্পূর্ণ ভাবে কামানো।
জানা গিয়েছে, আসন্ন কোনও বিজ্ঞাপনের জন্যেই নাকি এই বেশ ধারণ করেছেন তিনি। তবে এটি কোনও পণ্যের বিজ্ঞাপন, নাকি তাঁর আইপিএল দল চেন্নাই সুপার কিংসের, সে ব্যাপারে কোনও পক্ষই মুখ খোলেনি। ধোনির ঘনিষ্ঠরাও মুখে কুলুপ এঁটেছেন। তবে এটা জানা গিয়েছে, ছবিটি কোনও মার্শাল আর্ট ট্রেনিং ক্যাম্পের।
শনিবারও সিএসকে-র হয়ে অনুশীলন করেছেন তিনি। সেই ছবিও ফ্র্যাঞ্চাইজির অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।
- our faces since we saw #MSDhoni's new avatar that could just break the Internet! What do you think is it about? pic.twitter.com/Mx27w3uqQh
— Star Sports (@StarSportsIndia) March 13, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy