হেরে বিমর্ষ রাহুল। ছবি আইপিএল
আইপিএল-এ হারের হ্যাটট্রিক হল পঞ্জাব কিংসের। নাম পাল্টালেও তাঁদের ভাগ্য কিছুতেই বদলাচ্ছে না। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বুধবার কে এল রাহুলের দল হেরেছে ৯ উইকেটে। স্কোরবোর্ডে মাত্র ১২০ তুলেছে তারা। ম্যাচের পর কে এল রাহুল হারের ব্যাখ্যা দিয়ে জানালেন, মাঝের ওভারগুলিতে বিপক্ষের উইকেট তুলতে না পারাতেই সমস্যা হয়েছে।
রাহুলের কথায়, “এই পিচ থেকে কী পাওয়া যাবে সেটা আমরা জানতাম। যত দ্রুত সম্ভব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তবুও অন্তত ১০-১৫ রান কম তুলেছি আমরা। বোলাররা অনেক চেষ্টা করেছে। কিন্তু এই পরিস্থিতিতে এত দ্রুত মানিয়ে নেওয়া মুশকিল হয়ে পড়েছিল আমাদের পক্ষে।”
রাহুল জানালেন, ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টোর এত ভাল ওপেনিং জুটি তাঁরা আশা করেননি। দু’জনকে বেগ দেওয়ার মতো বোলারও তাঁর হাতে ছিল না। “আমরা অপেক্ষা করছিলাম কখন ওদের একজন আউট হয় আর আমরা চাপে ফেলতে পারি। কিন্তু সেটা হয়নি। মাঝের ওভারগুলোতে উইকেট নিতে পারিনি। আশা করি ভুল শুধরে পরের ম্যাচগুলিতে নামতে পারব।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy