পন্থে মজেছেন কামিন্স। ফাইল ছবি
এক সময় আইপিএলে দিল্লি ক্যাপিটালসে সতীর্থ ছিলেন। গত তিন বছরে একাধিক বার তাঁর বিরুদ্ধেও খেলেছেন। তাতেই ঋষভ পন্থকে মনে ধরেছে প্যাট কামিন্সের। দিল্লির অধিনায়ককে এই মুহূর্তে খেলতে দেখা সব থেকে বেশি উপভোগ করেন কেকেআরের পেসার কামিন্স।
এক ইউটিউব চ্যানেলে কামিন্স বলেছেন, “সমর্থক হিসেবে, বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা ভাবে যারা খেলছে, সে রকম খেলোয়াড়দের খেলা দেখা উপভোগ করি। তারা ভয়ডরহীন হয়। আমরা মনে মনে ভাবি, যদি ওদের মতো হতে পারতাম! তাই জন্যেই গত তিনটে সিরিজে ঋষভ পন্থকে দেখে ভাল লেগেছে।”
কেন পন্থকে ভাল লাগে, সে সম্পর্কে কামিন্সের ব্যাখ্যা, “কেউ ওরকম ভাবে খেললে, মাঠে নেমে একার হাতে ম্যাচ ছিনিয়ে নিলে তাকে সম্মান করতেই হয়। বাকি ৫০ জন খেলোয়াড়কে দেখুন। তারা কিন্তু ও ভাবে ম্যাচ জেতাতে পারবে না। তাই জন্যেই পন্থের খেলা দেখতে সবসময়েই ভাল লাগে।” অস্ট্রেলিয়া সিরিজের শেষ টেস্ট জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পন্থ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy