উইকেট পেয়ে উচ্ছ্বাস হর্ষলের। ছবি আইপিএল
আইপিএলে জীবনের প্রথম দল ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরই। ২০১২-এ প্রথম বার দলে যোগ দিয়েছিলেন। ছিলেন ৫ বছর। তার পরে যোগ দেন দিল্লি ক্যাপিটালসে। আরসিবি-তে ফিরে প্রথম ম্যাচটাই স্মরণীয় করে রাখলেন হর্ষল পটেল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে দলকে জেতানোর পাশাপাশি ম্যাচের সেরাও হয়েছেন হর্ষল।
বিরাট কোহলীর দলে ফিরে খুশি হর্ষল। বলেছেন, “কেনার সময়েই বলা হয়েছিল যে আমাকে নিয়ে নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে ওদের। আমাকে শেষের দিকে বোলিং করানো হতে পারে। যে বিশ্বাস আমার উপরে দেখানো হয়েছে তাতে আমি প্রচণ্ড খুশি।”
প্রথম বোলার হিসেবে মুম্বইয়ের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছেন, এটা নাকি জানতেনই না হর্ষল। বলেছেন, “এই তথ্য আমার কাছে ছিল না। যে ছন্দটা ছিল সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছিলাম। আইপিএলে ৯৮টা ম্যাচ খেলার পর এটাই আমার প্রথম পাঁচ উইকেট শিকার। মুম্বইয়ের মতো দলের বিরুদ্ধে সেটা পাওয়া অবশ্যই বিশেষ অনুভূতি। তবে এখনও ইয়র্কার নিয়ে কাজ করতে হবে। ম্যাচের যে কোনও সময় বোলিং করার দক্ষতা অর্জন করতে হবে।”
It was raining wickets at the Chepauk last night. 😉💥🎯 #PlayBold #WeAreChallengers #MIvRCB #DareToDream pic.twitter.com/ejDJIcag2X
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 10, 2021
Harshal Patel Press Conference | MI v RCB
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 10, 2021
Man of the Match for RCB, @HarshalPatel23 gives us insights into his bowling after a brilliant performance against MI in the first match of #IPL2021 in Chennai.#PlayBold #WeAreChallengers #MIvRCB pic.twitter.com/VaRWykTbRe
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy