সাহায্যের হাত বাড়াল দিল্লি ক্যাপিটালস ফাইল চিত্র
রাজস্থান রয়্যালসের পর করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বড় অঙ্কের সাহায্যের কথা ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস। ওষুধ, অক্সিজেন সিলিন্ডার ও করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দিল্লির দুটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে মোট দেড় কোটি টাকা অনুদান দেওয়ার কথা জানায় দিল্লি ক্যাপিটালস।
এর আগে নেটমাধ্যমে বিবৃতি দিয়ে রাজস্থান রয়্যালস জানিয়ে দেয় ৭.৫ কোটি টাকা অনুদান দেবে তারা। করোনা আক্রান্তদের সাহায্যে এই টাকা খরচ করা হবে। রাজস্থান রয়্যালসের তরফ থেকে আরও বলা হয়, প্রাথমিক প্রয়োজনের কথা মাথায় রেখে অক্সিজেন জোগানের দিকেই নজর রাখছে তারা।
বিবৃতিতে দিল্লি ক্যাপিটালস লেখে, ‘দিল্লি ক্যাপিটালস জিন্দাল স্টিল ও জিএমআর ফাউন্ডেশনের তরফ থেকে ১.৫ কোটি টাকা তুলে দেওয়া হল দিল্লির স্বেচ্ছাসেবী সংস্থা উদয় ফাউন্ডেশন ও হেমকুন্ত ফাউন্ডেশনের হাতে। এই টাকা প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন ও কোভিড রোগিদের সাহায্যে কাজে লাগানো হবে’।
আইপিএল-এর এই দুই দল ছাড়াও ১ কোটি টাকা দিয়ে সাহায্য করেছেন সচিন তেন্ডুলকর। সাহায্যের হাত বাড়িয়েছেন ব্রেট লি, প্যাট কামিন্সের মতো বিদেশিরাও।
🚨ANNOUNCEMENT🚨
— Delhi Capitals (Stay Home. Wear Double Masks😷) (@DelhiCapitals) April 29, 2021
Delhi Capitals and its patrons, the @JSWFoundation & GMR Varalakshmi Foundation are offering financial support amounting to INR 1.5 Cr to NCR based NGOs, the @Hemkunt_Fdn and the @UdayFoundation. #DilDikhaDilli #YehHaiNayiDilli @DelhiAirport pic.twitter.com/5brZ3o2NnP
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy