পঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত শিখর। ছবি: সোশ্যাল মিডিয়া
একই দিনে জোড়া নজির শিখর ধওয়নের। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে পর পর দুই ম্যাচে সেঞ্চুরির রেকর্ড গড়লেন। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে তিনি ঢুকে পড়লেন আইপিএলে ৫ হাজার রানের মালিকদের বৃত্তে। এত কিছুর পরেও তিনি পরাজিত নায়ক হিসেবেই মাঠ ছাড়লেন।
দিল্লি ক্যাপিটালস মঙ্গলবার হেরে গেলেও ম্যাচ সেরার পুরস্কার পেলেন ধওয়নই। পুরস্কার হাতে নিয়ে তিনি বললেন, ‘‘প্রতি ম্যাচেই সতীর্থরা দারুণ খেলছে। আজ আমাকে দায়িত্ব নিতেই হতো। পর পর ম্যাচে রান পাওয়ায় ভাল লাগছে। আজকের ইনিংস আমি উপভোগ করেছি। ম্যাচটা হারতে হল কেন, তা নিয়ে আলোচনা করতে হবে। আমাদেরই বুঝতে হবে কোথায় ভুল হয়ে গেল। ম্যাচটা কেন হাতছাড়া হল, সেটাও আলোচনা করতে হবে। আজকের হার আমাদের দমিয়ে রাখতে পারবে না।এই হার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।’’
ধওয়নের দুরন্ত সেঞ্চুরির পরেও দিল্লি ক্যাপিটালস কিন্তু ১৬৪ রানের বেশি করতে পারেনি। দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ার বললেন, ‘‘আমার মনে হয় ১০ রান কম করেছি। যাই হোক এই ম্যাচ থেকে অনেক কিছু শিখলাম।’’ কী শিখল দিল্লি? শ্রেয়াস বললেন, ‘‘ এই ম্যাচে আমাদের ইতিবাচক দিক হল শিখরের দুরন্ত ফর্ম। পিচটাকে ঠিক মতো পড়তে পেরেছিল শিখর। সেই জন্যই এত ভাল খেলতে পারল।’’
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আগের ম্যাচেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শিখর। মঙ্গলবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধেও অপ্রতিরোধ্য দিল্লির বর্ষীয়ান ওপেনারের ব্যাট। তাঁর ইনিংস প্রশংসা কুড়িয়ে নিয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংহেরও। যুবি টুইট করেছেন, 'গব্বর স্বপ্নের ফর্মে ব্যাট করছে। টি টোয়েন্টি ক্রিকেটে পর পর দুটো ম্যাচে সেঞ্চুরি করা সহজ নয়'।
This Gabbar is batting like a dream @SDhawan25 Back to back 💯 s ‘ not easy in t20 ! Many congratulations jatt ji for becoming the only player to score 2 consecutive Tons in the ipl ! Not a hard task for @kxip but @DelhiCapitals got some bowlers ! @MdShami11 top spell ! #IPL2020
— Yuvraj Singh (@YUVSTRONG12) October 20, 2020
ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও বলেছেন, একবার যদি ধওয়ন চলতে শুরু করেন, তা হলে তাঁকে থামিয়ে রাখা সম্ভব নয়। এ দিনও তাঁকে থামিয়ে রাখতে পারেনি পঞ্জাব। তাঁর সতীর্থরা আউট হয়ে গেলেও ক্রিজ কামড়ে পড়ে থাকেন দিল্লির ওপেনার।তাঁর লড়াইয়ের ফলেই দিল্লি পৌঁছেছিল লড়াই করার মতো রানে। তবুও শেষরক্ষা হল না। ম্যাচ হারতে হল দিল্লিকে। ট্র্যাজিক নায়ক হয়ে রইলেন ধওয়ন।
Back to back 100s for @SDhawan25 👏👏
— IndianPremierLeague (@IPL) October 20, 2020
He is the first player to have consecutive centuries in IPL.
Take a bow, Gabbar #Dream11IPL pic.twitter.com/yNlWGTni0Y
আরও পড়ুন: ভারত-ইংল্যান্ড পিঙ্ক বল টেস্ট ম্যাচ হবে আমদাবাদে, জানিয়ে দিলেন সৌরভ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy