বিতর্ক পিছু ছাড়ছে না সঞ্জয় মঞ্জরেকরের। ছবি টুইটার থেকে নেওয়া।
ফের বিতর্কে সঞ্জয় মঞ্জরেকর। এ বার চেন্নাই সুপার কিংসের অম্বাতি রায়ুডু ও পীযূষ চাওলাকে ‘প্রেটি লো প্রোফাইল’ ক্রিকেটার হিসেবে চিহ্নিত করায় সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীদের তোপের মুখে পড়েছেন তিনি।
শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচের পর টুইটে মঞ্জরেকর লেখেন, “খুব খুশি দুই খুবই লো প্রোফাইল ক্রিকেটার পীযূষ চাওলা ও অম্বাতি রায়ুডুর জন্য। চাওলা চমৎকার বল করেছে। পঞ্চম ও ১৬তম ওভারেও বল করেছে। রায়ুডু শটের বিচারে আইপিএল কেরিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলল। ওয়েল ডান সিএসকে!”
আর এখানে ‘প্রেটি লো প্রোফাইল’ শব্দগুলো নিয়েই শুরু হয়েছে বিতর্ক। একজন টুইট করেছেন, “অম্বাতি রায়ুডু আর লো প্রোফাইল।” সঙ্গে রয়েছে হাসির ইমোজি। আর একজন লিখেছেন, “লো প্রোফাইল???? সত্যিই? কে এই প্রোফাইলগুলো ঠিক করেন?”
আরও পড়ুন: ‘হাউ হ্যান্ডসাম!’ উদ্বোধনী ম্যাচে ধোনির এমন প্রশংসা কার!
আরও পড়ুন: ভবিষ্যতের ভারতীয় অধিনায়ক হিসেবে এই ক্রিকেটারের নাম করলেন গাওস্কর
রয়েছে পরামর্শও। একজন যেমন তা দিয়ে লিখেছেন, “ডিয়ার সঞ্জয়, তোমার ‘আন্ডাররেটেড’ শব্দটা ব্যবহার করা উচিত ছিল। আগামী দিনে দয়া করে সঠিক শব্দ বেছে নিও।” একমত আর একজন, “লো প্রোফাইল নয়, আন্ডাররেটেড হল সঠিক শব্দ।” ধিক্কারের ভঙ্গিতে একজন লিখেছেন, “বিশ্বকাপ জয়ী দলের এক সদস্যের প্রোফাইলকে লো বলছেন সঞ্জয় মঞ্জরেকর।”
Dear sanjay, you should have used “ underrated” rather “low profile”. Going forward please use right words!!🙏
— Kalyan Krishna (@Rockingrebel_KK) September 19, 2020
Sir your assessment of the individuals game today is worth it but then adding a term "low profile" was it necessary?if we say in a cricket match a "low profile" commentator Mr. Sanjay Manjrekar did some great commentary would you like it? How will you feel sir? @RayuduAmbati
— Muthukumar (@Muthucrazy100) September 19, 2020
You clearly don't know what 'low profile' means. You seem to think it's a derogatory term when it isn't. Rayudu and Chawla are definitely low profile players who fly under the radar while Dhoni, Raina, Jadeja etc. get all the attention.
— Ashwath Sampath (Ash) (@A_DifferentSpin) September 19, 2020
I dispute with you @sanjaymanjrekar
— TARUN REDDY VIRAT (@tarun_reddy409) September 20, 2020
They are High Profile Underrated players.
Selectors chose choker Shankar over him.
Even @RayuduAmbati has 50+ avg at no.4.
A legend once said "We reap what we sow"
That's what happened exactly
Shame on BCCI and Selectors.#IPL2020 pic.twitter.com/iEwPAsnSOY
You are such a bad reader of the cricket..Mr Sunjay. Redundant player in chief selector Prasad back stabbed Rayudu. He is a great talent and instrumental in MI n CSK winning titles. Try to make simple comments. 😁
— sreedhar Gajula (@sreedhar1962) September 20, 2020
If you are keeping both of them in "low profile" category ,where would you have placed yourself?
— Mayank Agarwal (@mayankagarwal66) September 19, 2020
1) very low
2) extreme low
3) deep inside the ground.
এর আগেও বার বার বিতর্কে জড়িয়ে পড়েছিলেন জাতীয় দলের প্রাক্তন মিডল অর্ডার ব্যাটসম্যান। গত বছরের বিশ্বকাপে তিনি রবীন্দ্র জাডেজাকে ‘বিটস অ্যান্ড পিসেস’ ক্রিকেটার হিসেবে চিহ্নিত করেছিলেন। পাল্টা জবাব দিয়েছিলেন জাডেজা। গত বছরের নভেম্বরে ইডেনে গোলাপি বলের টেস্টে ধারাভাষ্য দেওয়ার সময়ই পাশে থাকা হর্ষ ভোগলের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, ভোগলে তো প্রথম শ্রেণির ক্রিকেট বা লিস্ট এ ক্রিকেটও খেলেননি। মার্চে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ দেয় মঞ্জরেকরের নাম। আইপিএলেও ধারাভাষ্যকার হিসেবে ফেরানো হয়নি তাঁকে। তবে আইপিএলের উদ্বোধনী দিনেই ফের বিতর্কে তিনি। কারণ, চাওলা ২০০৭ ও ২০১১ সালের যথাক্রমে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য। আর, রায়ুডু খেলেছেন ৫৫ ওয়ানডে। তাই তাঁদের ‘লো প্রোফাইল’ বলা মানতে পারছেন না নেটাগরিকরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy