কোহালিদের বিরুদ্ধে ফিরছেন নারাইন? দেখে নিন আজ নাইটদের সম্ভাব্য একাদশ
লকি ফার্গুসনের দুরন্ত পারফরম্যান্স মজবুত করে দিয়েছে কেকেআরের বোলিং বিভাগ। সুনীল নারাইনের বোলিং অ্যাকশনেও কোনও সমস্যা নেই বলে জানিয়ে দিয়েছে আইপিএলের ‘সাসপেক্ট বোলিং অ্যাকশন’ কমিটি। নারাইনের অন্তর্ভুক্তি বাড়িয়ে দেবে বৈচিত্র্য। কিন্তু বিদেশির কোটা চার। কাকে বাদ দেবে মর্গ্যানবাহিনী?
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ২১ অক্টোবর ২০২০ ০০:০১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
লকি ফার্গুসনের দুরন্ত পারফরম্যান্স মজবুত করে দিয়েছে কেকেআরের বোলিং বিভাগ। সুনীল নারাইনের বোলিং অ্যাকশনেও কোনও সমস্যা নেই বলে জানিয়ে দিয়েছে আইপিএলের ‘সাসপেক্ট বোলিং অ্যাকশন’ কমিটি। নারাইনের অন্তর্ভুক্তি বাড়িয়ে দেবে বৈচিত্র্য। কিন্তু বিদেশির কোটা চার। কাকে বাদ দেবে মর্গ্যানবাহিনী?
০২১২
শুভমন গিল- এ বারের আইপিএলে তাঁর ধারাবাহিকতা দলের মধ্যে সব চেয়ে বেশি। বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতের ভারতীয় দলে তাঁকে নিয়মিত দেখা যেতেই পারে। ওপেনে তাঁর জায়গা নিশ্চিত ব্যাঙ্গালোরের বিরুদ্ধে।
০৩১২
রাহুল ত্রিপাঠি- গিলের সঙ্গী হিসেবে তাঁকেই দেখা যেতে পারে এই ম্যাচেও। হায়দরাবাদের বিরুদ্ধে ভাল শুরু করেও ফিরতে হয়েছিল তাড়াতাড়ি। নিজেকে প্রমাণ করার জন্য ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আরও একটা সুযোগ পেতেই পারেন তিনি।
০৪১২
নীতীশ রানা- বড় রান না পেলেও, সম্ভবত তাঁকে রেখেই দল সাজাবে নাইট রাইডার্স। তবে ফের ব্যর্থ হলে তাঁকে নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
০৫১২
দীনেশ কার্তিক- ব্যাটিংয়ে মন দিতে নাকি অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। শেষ ম্যাচে সেই ঝলকও দেখা গিয়েছে তাঁর ব্যাটে। চার নম্বরে নেমে লম্বা ইনিংস খেলার দিকে নজর দিতেই পারেন কার্তিক।
০৬১২
অইন মর্গ্যান- গিলের পরে কলকাতার হয়ে এ বারের আইপিএলে সব চেয়ে বেশি রান এসেছে তাঁর ব্যাট থেকেই। পাঁচ নম্বরে যে তাঁকেই দেখা যাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই বললেই চলে।
০৭১২
আন্দ্রে রাসেল- ফিটনেস বার বার সমস্যা হয়ে দাঁড়ালেও, তাঁর মতো পাওয়ার হিটার কলকাতা দলে এক জনও নেই। বল হাতেও ডেথ ওভারে কার্যকরী তিনি। রাসেলহীন কলকাতা দল ভাবা বেশ কঠিন।
০৮১২
সুনীল নারাইন- ফের বল হাতে নেমে পড়ার ছাড়পত্র পেয়ে গিয়েছেন তিনি। ব্যাঙ্গালোরের ধ্বংসাত্মক ব্যাটিং লাইনআপকে আটকাতে তাঁকে দলে ফেরাতে আগ্রহী হবেন মর্গ্যান।
০৯১২
লকি ফার্গুসন- গত ম্যাচে তাঁর দুরন্ত পারফর্ম্যান্সের পর ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাঁকে দলের বাইরে রাখা অসম্ভব। প্যাট কামিন্সের বদলে চতুর্থ বিদেশি হিসেবে তাঁকে দলে দেখা যেতে পারে আজকের ম্যাচে। ৯ ম্যাচ খেলে কামিন্সের সংগ্রহ ৩ উইকেট। অন্য দিকে প্রথম ম্যাচেই ৩ উইকেট নিয়ে নিয়েছেন লকি। ডেথ ওভারের চিন্তাও কমিয়ে দিতে পারেন কিউই পেসার।
১০১২
শিবম মাভি- রান দিলেও উইকেট পাচ্ছেন এই তরুণ পেসার। লকির সঙ্গী হিসেবে কমলেশ নাগরকোটির বদলে তাঁকেই সম্ভবত বেছে নেবে নাইট রাইডার্স।
১১১২
প্রসিদ্ধ কৃষ্ণ- গত ম্যাচে দুই স্পিনার নিয়ে নামায় বাদ পড়তে হয়েছিল তাঁকে। বিরাটদের বিরুদ্ধে ফিরতেই পারেন তিনি। ৩ ম্যাচে তাঁর সংগ্রহ ৪ উইকেট।
১২১২
বরুণ চক্রবর্তী- গত ম্যাচে কুলদীপ যাদব উইকেটহীন থাকলেও কলকাতার বিস্ময় স্পিনার কিন্তু তুলে নিয়েছিলেন জনি বেয়ারস্টোকে। আজকের ম্যাচে কুলদীপের বদলে তাঁকেই হয়তো এগিয়ে রাখবে কেকেআর।