Advertisement
০৮ নভেম্বর ২০২৪
IPL 2020

ব্যাঙ্গালোরকে হারাল দিল্লি, অস্বস্তি বাড়ল কলকাতার

ব্যাঙ্গালোরকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে অফে গেল দিল্লি।


ধওয়ন ও রাহানের ব্যাটিং দাপটে জিতল দিল্লি। ছবি-সোশ্যাল মিডিয়া।

ধওয়ন ও রাহানের ব্যাটিং দাপটে জিতল দিল্লি। ছবি-সোশ্যাল মিডিয়া।

সংবাদ সংস্থা
আবু ধাবি শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২০ ১৯:৪৮
Share: Save:

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে আইপিএলের প্লে অফে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস। আবু ধাবিতে ব্যাঙ্গালোর প্রথমে ব্যাট করে ২০ ওভারে করে ৭ উইকেটে ১৫২ রান। দিল্লি সেই রান তুলে নেয় ১৯ ওভারে। হেরে গেলেও বিরাট কোহালির দল চলে গেল প্লে অফে। কোহালিদের রান রেট (-০.১৭২) কলকাতা নাইট রাইডার্সের (-০.২১৪) থেকে ভাল। ফলে অস্বস্তি বাড়ল কলকাতার। মঙ্গলবার নাইটরা তাকিয়ে থাকবে মুম্বই ইন্ডিয়ান্স-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের দিকে। ডেভিড ওয়ার্নাররা জিতলে প্লে অফ নিশ্চিত। কারণ হায়দরাবাদের নেট রানরেট +০.৫৫৫। মুম্বইয়ের কাছে ওয়ার্নাররা হেরে গেলে অবশ্য প্লে অফে যাবে কলকাতা। কারণ অইন মর্গ্যানের দল ২ পয়েন্টে এগিয়ে থাকবে হায়দরাবাদের থেকে।

ব্যাঙ্গালোর এবং দিল্লি একসময়ে প্লে অফের দিকে মসৃণ ভাবেই এগোচ্ছিল। কিন্তু দিল্লি শেষ চারটে ম্যাচে হেরে য়ায়। ব্যাঙ্গালোর আবার শেষ তিনটেয় হার মানে। ফলে সোমবারের ম্যাচ দুটো দলের কাছেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই ম্যাচে রান তাড়া করতে নেমে শিখর ধওয়ন (৫৪) ও অজিঙ্ক রাহানের (৬০) দাপটে ৬ উইকেটে জেতে দিল্লি।

এ দিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দু' দলেই একাধিক পরিবর্তন আনা হয়। কাগিসো রাবাদা, অ্যানরিচ নরতিয়ে দিল্লির বোলিংয়ের সেরা অস্ত্র। সেই রাবাদাই প্রথমে ধাক্কা দেন ব্যাঙ্গালোর ইনিংসে। জশ ফিলিপকে (১২) ফেরান দক্ষিণ আফ্রিকার তারকা পেসার। কোহালির ব্যাটের দিকে তাকিয়েছিল দল। ব্যক্তিগত ১৩ রানে কোহালি জীবন ফিরে পান। অক্ষর পটেলের বলে লং অনে তাঁর ক্যাচ ছাড়েন নরতিয়ে। জীবন ফিরে পেয়েও বড় রান করতে পারেননি ব্যাঙ্গালোর অধিনায়ক (২৯)। অশ্বিনকে মারতে গিয়ে মিড উইকেটে তিনি ধরা পড়েন স্টোইনিসের হাতে। টি টোয়েন্টিতে অশ্বিন প্রথম বার কোহালিকে আউট করলেন।

এ বারের টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছেন দেবদত্ত পাড়িকল। ওপেন করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন। ৪১ বলে ৫০ রান করে নরতিয়ের বলে বোল্ড হন তিনি। সেই ওভারেই নরতিয়ে ফেরান ক্রিস মরিসকে (০)। এবি ডিভিলিয়ার্স চটজলদি ২১ বলে ৩৫ করে রান আউট হন। শিবম দুবে ১১ বলে ১৭ রান করে রাবাদার শিকার হন। দিল্লির বোলারদের মধ্যে রাবাদা ২টি এবং নরিতয়ে ৩টি উইকেট নেন।

রান তাড়া করতে নেমে মহম্মদ সিরাজের দুরন্ত ডেলিভারি পৃথ্বী শ-র (৯) উইকেট ভেঙে দেয়। দিল্লির রান তখন ১৯। তার পরে শিখর ধওয়ন ও অজিঙ্ক রাহানে ইনিংস গড়ার কাজ শুরু করেন। ব্যাঙ্গালোর বোলারদের উপরেই পাল্টা চাপের খেলা শুরু করে দেন দুই ব্যাটসম্যান। ধওয়ন ও রাহানে ৮৮ রানের পার্টনারশিপ গড়েন। ক্রিজে জমে গিয়েছিলেন ধওয়ন (৫৪)। বাংলার স্পিনার শাহবাজ আহমেদের বলে হতশ্রী শট খেলে আউট হন দিল্লির ওপেনার। সেই সময়ে উইকেটের দরকার ছিল ব্যাঙ্গালোরের।রাহানের অভিজ্ঞতার জন্যই ম্যাচের উপরে সেই সময়ে জাঁকিয়ে বসতে পারেনি ব্যাঙ্গালোর। দিল্লির ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেন রাহানে। ম্যাচ শেষ করে মাঠ ছাড়া উচিত ছিল তাঁর। বলতে গেলে নিজের উইকেট ছুড়ে দেন তিনিও। শাহবাজ আহমেদের বলে আউট হন শ্রেয়াস আইয়ার (৭)। বাকি কাজটা সারেন স্টোইনিস ও ঋষভ পন্থ। ১৯ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে প্লে অফ নিশ্চিত করে দিল্লি।

#DelhiCapitals win the toss and elect to bowl first against #RCB #Dream11IPL pic.twitter.com/5qW3fCq8Xg

অন্য বিষয়গুলি:

IPL 2020 RCB DC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE