এ বার কি সফল হওয়ার মতো দল গড়তে পারবে কেকেআর? —ফাইল চিত্র।
আইপিএলে দু’বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এ বার অবশ্য সাপোর্ট স্টাফ পাল্টে ফেলেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। নতুন কোচ হয়েছেন ব্রেন্ডন ম্যাকালাম।
স্কোয়াড: আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, হ্যারি গার্নি, কমলেশ নাগরকোটি, কুলদীপ যাদব, লকি ফার্গুসন, নীতীশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, রিঙ্কু সিংহ, সন্দীপ ওয়ারিয়র, শিবম মাভি, শুভমন গিল, সিদ্ধেশ ল্যাদ, সুনীল নারিন
স্লট ফাঁকা রয়েছে: ১১ (৭ দেশি, ৪ বিদেশি)
টাকা খরচ হয়েছে: ৪৯.৩৫ কোটি
হাতে টাকা রয়েছে: ৩৫.৬৫ কোটি
নিলামে নজর কোন দিকে: বিদেশি ওপেনার, বিদেশি অলরাউন্ডার (আন্দ্রে রাসেলের ব্যাক আপ হিসাবে), দেশি স্পিনার, দেশি অলরাউন্ডার
কারা কারা সম্ভাব্য টার্গেট: বিদেশিদের মধ্যে টম ব্যান্টন, ইয়ন মর্গ্যান, জেসন রয়, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, অ্যালেক্স ক্যারে, ফাবিয়েন অ্যালেনদের দিকে নজর রাখবে কেকেআর। দেশিদের মধ্যে স্টুয়ার্ট বিনি, রাহুল ত্রিপাঠি, দীপক হুড়া, শাহরুখ খান
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy