দিল্লি দলে রয়েছে স্বদেশি ক্রিকেটারদের ভিড়। —ফাইল চিত্র।
অজিঙ্ক রাহানে আর রবিচন্দ্রন অশ্বিনকে নিলামের আগেই নিয়েছে দিল্লি ক্যাপিটালস। স্বদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে দিল্লি রীতিমতো শক্তিশালী। নিলামে কোচ রিকি পন্টিং চাইবেন নিজেদের দুর্বলতাগুলো ঢেকে নিতে।
স্কোয়াড: অজিঙ্ক রাহানে, অমিত মিশ্র, আভেশ খান, অক্ষর প্যাটেল, হর্শল প্যাটেল, ইশান্ত শর্মা, কাগিসো রাবাদা, কিমো পল, পৃথ্বী শ, রবিচন্দ্রন অশ্বিন, ঋষভ পন্থ, সন্দীপ লামিছানে, শিখর ধওয়ন, শ্রেয়াস আইয়ার।
স্লট ফাঁকা রয়েছে: ১১(এর মধ্যে ছয়জন দেশি, পাঁচজন বিদেশি)
টাকা খরচ হয়েছে: ৫৭.১৫ কোটি টাকা
হাতে টাকা রয়েছে: ২৭.৮৫ কোটি টাকা
নিলামে নজর কোন দিকে: বিদেশি পেসার (বিশেষ করে বাঁ-হাতি পেসার), বিদেশি অলরাউন্ডার, বিদেশি মিডল অর্ডার উইকেটকিপার-ব্যাটসম্যান। স্বদেশি ক্রিকেটারদের নিয়েই দারুণ দল নামাতে পারে, এতটাই শক্তিশালী সেদিকে। কিন্তু বিদেশিদের ক্ষেত্রে কয়েকজন এক্স-ফ্যাক্টর হওয়ার মতো ক্রিকেটার নিতে পারে।
কারা কারা সম্ভাব্য টার্গেট: বিদেশিদের মধ্যে প্যাট কামিংস, অ্যালেক্স কারে, নেথান কুল্টার-নিল, শিমরন হেটমায়ার, ইওন মর্গ্যান, ফাবিয়েন অ্যালেন, স্যাম কুরান, মিচেল মার্শ, কেসরিক উইলিয়ামস। স্বদেশিদের মধ্যে প্রিয়ম গর্গ, রাহুল ত্রিপাঠি, ঈশান পোড়েল, জয়দেব উনাদকাট।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy